কমিউনিটি নেতা নাজিমুদ্দিনের মায়ের ইন্তেকালে মিলাদ ও দোয়া মাফিল অনুষ্টিত

ডেইলিইউকেবাংলা ।। বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির যুক্ত্যরাজ্যের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মেদ নাজিমুদ্দিনের মাতার রুহের মাগফেরাত কামনায় ২৮জানুয়ারী  রবিবার এক দোয়া ও মিলাদ মাহফিল ইস্ট লন্ডনের ফোর্ডস্কয়ার মসজিদে বাদ মাগরিব অনুষ্টিত হয়।

বিয়ানীবাজার উপজেলার জামেয়া দারুল উলুম দেউল গ্রাম মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ ইউকের উদ্যোগে ও  মৌলানা ছাদিকুর রহমানের সভাপতিত্বে এসময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শেষে দোয়া অনুষ্ঠিত হয়।  দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে  আরো উপস্থিত ছিলেন , মৌলানা মাহমুদ আলী , মৌলানা আব্দুল কুদ্দুস , মৌলানা শিব্বির আহমেদ , মৌলানা আব্দুল আহাদ , মুফতি আতিকুর রহমান , মৌলানা মামুন আহমেদ , মৌলানা আনওয়ার হোসেন , হাফিজ রশিদ আহমেদ , হাজি এমাদ উদ্দিন , হাজি নুরুল হক , বশির রেজা চৌধুরী , হাজি মস্তফা উদ্দিন বুদু , নিজাম মো: হুসেন , বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মুহিবুর রহমান মুহিব , সহ সভাপতি দেলোয়ার হোসেন , সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ ,  বিয়ানীবাজার প্রগতি এঢুকেশন ট্রাস্টের সভাপতি হাবিবুর রহমান ময়না , সহ সভাপতি হেলাল উদ্দিন , সাংগঠনিক সম্পাদক ডাক্তার আহমেদ হোসেন , বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর খান , আসুক আহমেদ , শাহ সাফি কাদির , কবি নজরুল ইসলাম , হাজি ফারুক উদ্দিন , হাজি জাকারিয়া আহমেদ হীরা , হাজি লাইস উদ্দিন , হাজি হেলাল উদ্দিন , হাজি মনসুর আহমেদ , হাজি ফকর উদ্দিন , হাজি সুহেল আহমেদ , হাজি আবুল হোসেন , গুলাম মুকাদ্দাস আহমেদ , সুহেল আহমেদ , হাসান আহমেদ , এমরান সিদ্দিক ও আরো অনেকে।

উল্ল্যেখ্য, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক, এসেক্স আওয়ামীলীগের  সাধারন সম্পাদক, বঙ্গবন্ধু সাংষ্কৃতিক ফোরাম যুক্তরাজ্যের সভাপতি, তরুণ সমাজসেবী-কমিউনিটিনেতা, মোহাম্মদ নাজিমুদ্দি এর মাতা জনাবা  বিবি (৯০) ১৪জানুয়ারি রোবরার  সকাল সাড়ে ১১টায়  পূর্ব লন্ডনের ফরেস্টগেইটস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে মরহুমা জনাবা বিবি  পুত্র-কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

১৬ জানুয়ারী মঙ্গলবার  ইস্ট লন্ডন মসজিদে  বাদ জোহর মরহুমার নামাজে জানাজা শেষে নিউ সিমেট্রি গার্ডেন অব পিস্ 1G7 4QP কবরস্থানে সমাহিত করা হয় ।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x