গ্রেটার সিলেট কাউন্সিলের নির্বাচন: ৩৫ পদে ৭৯ জনের মনোনয়ন

ডেইলিইউকেবাংলা।। ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটির অন্যতম বৃহৎ সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সাধারণ নির্বাচন হতে যাচ্ছে আগামী ২৫ ফেব্রুয়ারী। এতে ৩৫টি পদে ৭৯ জন প্রার্থী মনোনয়ন প্রদান করেছেন।
গত ১লা ফ্রেব্রুয়ারী বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে সংগঠনের পূর্ব লন্ডনের কেন্দ্রীয় অফিসে প্রধান নিবাচন কমিশনার ডা: নজরুল ইসলাম নিকট নমিনেশন প্রদান করেন প্রার্থীরা।
এতে মাহবুব-মকিস-রানা পরিষদের চেয়ারপার্সন পদে নুরুল ইসলাম মাহবুব, জেনারেল সেক্রেটারী পদে মোহাম্মদ মকিস মনসুর ও ট্রেজারার পদে হাবিবুর রহমান রানা সহ ৪২ জন সদস্য ও আতা-খসরু-সালেহ পরিষদের চেয়ারপার্সন পদে ব্যারিস্টার আতাউর রহমান জেনারেল সেক্রেটারী পদে খসরু- খাঁন ও ট্রেজারার পদে সালেহ আহমদ সহ ৩৬ জন সদস্য নমিনেশন জমা দিয়েছেন।
এছাড়া স্বতন্ত্র হিসাবে শাহজাহান আহমদ তরফদার চেয়ারপার্সন পদে নমিনেশন প্রদান করেছেন। সংগঠন এর ১২ টি রিজিওনাল কমিটি থেকে ৪১৩ জন ডেলিগেটস (ভোটার) এবছর ভোট প্রদান করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য যে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন প্রবাসীদের দাবী দাওয়ার ক্যাম্পেইন সহ বৃটেনে কমিউনিটি ও গ্রেটার সিলেট এর বিভিন্ন সমাজসেবামূলক কাজে অবদান রেখে আসছে। সর্বশেষ ২০১৩ সালের ডিসেম্বর মাসে বার্মিংহামে এই সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার অনুষ্ঠিত হবে ওল্ডহামে। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ আগামী ৬ ফেব্রয়ারী সন্ধ্যা ৭ ঘটিকা।
এদিকে নমিনেশন পত্র গ্রহনের সময় সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন বর্তমান জেনারেল সেক্রেটারী সৈয়দ আব্দুল কাইয়ুম কয়ছর, ভাইস চেয়ারম্যান এম এ মান্নান, ট্রেজারার ফিরোজ খান, সাবেক চেয়ারপার্সন মনছব আলী জেপি, সাবেক জেনারেল সেক্রেটারী মির্জা আছহাব বেগমসহ বিভিন্ন রিজিওয়ান কমিটির নেতৃবৃন্দ।

Leave a Reply

More News from যুক্তরাজ্য

More News

Developed by: TechLoge

x