খেলাফত মজলিস লুটন শাখার পূণর্গঠন: সভাপতি মুফতি মাসরুর,সেক্রেটারি মাও: উবায়দুল্লাহ
ডেইলিইউকেবাংলা।। ২০১৮ সালের জন্য খেলাফত মজলিস লুটন শাখার পূণর্গঠন করা হয়েছে। ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার প্রথমে ব্যালট ভোটের মাধ্যমে মাওলানা মুফতি মাসরুর আহমেদ সভাপতি এবং মাওলানা উবায়দুল্লাহ সেক্রেটারি নির্বাচিত হন। পরে নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারির নেতৃত্বে শাখার পূর্ণ নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
এসময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা শওকত আলী ও মাওলানা গোলাম মুহাইমিন ফরহাদ।
লুটন শাখার নবনির্বাচিত পুর্ণাংগ নির্বাহী কমিটি হলো: সভাপতি – মাওলানা মাসরুর আহমেদ বুরহান, সহসভাপতি – বিলাল আহমেদ,সাধারণ সম্পাদক- মাওলানা উবায়দুল্লাহ,সহ সাধারণ সম্পাদক- মাওলানা নোমান আহমেদ,বায়তুল মাল সম্পাদক- জাহেদ আহমেদ,সহ বায়তুল মাল সম্পাদক ক্বারি আহমদ হোসাইন, প্রচার সম্পাদক- মাওলানা সালেহ আহমেদ, সাংগঠনিক সম্পাদক- মিফতাহ রাহমান, তারবিয়্যাহ সম্পাদক- হুসাইন আহমেদ,পাঠাগার সম্পাদক- হাফেজ তাজুল ইসলাম,অফিস সম্পাদক – জয়নুদ্দীন আহমেদ।
মাওলানা উবায়দুল্লাহ’র সঞ্চালনায় নির্বাচন পরবর্তী সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাদিকুর রহমান মাওলানা শওকত আলী, ও মাওলানা গোলাম মুহাইমিন ফরহাদ ও শেখ মাওলানা রূম্মান আহমদ।
অতিথি বৃন্দ নবনির্বাচিত দায়িত্বশীলদেরকে সঠিকভাবে, ইখলাসে সাথে দায়িত্ব আঞ্জাম দেওয়ার আহবান জানান। প্রধান অতিথি যুক্তরাজ্য সভাপতি মাওলানা সাদিকুর রহমানের মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী