ইন্টারনেটে জিহাদি উপকরণ শনাক্ত ও মুছে দেয়ার নতুন সফটওয়্যার
আন্তর্জাতিক ডেস্ক,যুক্তরাজ্যঃ অনলাইনে জিহাদ সংক্রান্ত বিষয়বস্তু শনাক্ত এবং তাৎক্ষণিক-ভাবে মুছে দেয়ার এক নতুন ধরণের সফটওয়্যার তৈরিতে সাহায্য করেছে ব্রিটেন।যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আম্বার রাড বলেছেন, এই সফটওয়্যার টুলের মাধ্যমে ৯৪ শতাংশ আইএস এর কর্মকাণ্ড শনাক্ত করা সম্ভব।লন্ডনের একটি ফার্ম নতুন এই বিশেষ টুলটি তৈরি করেছে।ইন্টারনেটে ইসলামিক স্টেট গ্রুপ আইএসের নানারকম অডিও-ভিডিও উপকরণসহ বড় ডাটাবেস আছে, যা দিয়ে নানারকম প্রচারণা চালিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষকে জিহাদে উদ্বুদ্ধ করা হয়।মধ্যপ্রাচ্যে আইএস যোদ্ধাদের সঙ্গে যোগ দেয়ার উদ্দেশে পাশ্চাত্য দেশগুলোর বহু তরুণতরুণী তাদের বাড়িঘর ছেড়েছে।পাশ্চাত্যের উন্নত বহু দেশেই সন্ত্রাস দমন বিভাগের তদন্তকারীরা বিষয়টি নিয়ে ক্রমেই উদ্বিগ্ন হয়ে পড়ছেন।পশ্চিমা দেশের এসব অল্পবয়সী ছেলেমেয়েরা হঠাৎ তাদের বাড়িঘর থেকে উধাও হয়ে যায়। পরে ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেছে অনেকের।এদের বড় অংশটিকে উদ্বুদ্ধ করা হয়েছে ইন্টারনেটের প্রচারণাও মাধ্যমে।ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হয়ত এই জায়গাটিতে কাজ করবে নতুন সফটওয়্যারটি।তিনি বলেন, হয়ত একদিন সব প্রতিষ্ঠানের জন্য এই প্রযুক্তি ব্যবহার ভবিষ্যতে আইন দ্বারা বাধ্যতামূলক করা হতে পারে।সম্প্রতি সন্ত্রাস-দমন সংক্রান্ত আলাপ আলোচনায় যখন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন, সেসময় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সাথে নতুন সফটওয়্যার নিয়েও আলাপ করেন।
সূত্রঃ বিবিসি।
More News from যুক্তরাজ্য
-
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভা ও নির্বাচন অনুষ্ঠিত
-
মুজিব বর্ষে লন্ডনে প্রথমবারেরমতো বঙ্গবন্ধু কাপ ক্যারম টুর্নামেন্টের উদ্বোধন
-
সিলেটে রায়হান হত্যার প্রতিবাদে লণ্ডনে ভয়েস ফর জাস্টিস ইউকের মানব বন্ধন
-
ব্রিটেন জুড়ে শাখা ও ফ্রাঞ্চাইজ দিতে বার্মিংহাম মিষ্টি দেশ এর সংবাদ সম্মেলন
-
বছরব্যাপী ৩০টি কর্মপরিকল্পনা নিয়ে মুজিববর্ষ পালন করবে, যুক্তরাজ্যেস্থ বাংলাদেশ হাই কমিশন
-
ব্যারিস্টার নোরা শরীফের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাজ্য যুব-মহিলালীগের স্মরন সভা