যুক্তরাজ্যের কমিউনিটি নেতা আব্দুল মতলিবের দেশে ইন্তেকাল- শিক্ষামন্ত্রী শোক:

ডেইলিইউকেবাংলা।। যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা ও বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি,বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের অন্যতম উপদেষ্টা,যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মতলিব আর  নেই ইন্নালিল্লাহি…….রাজিউন।  ২১ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ সময়  ভোর ৬ টায় বিয়ানীবাজার উপজেলার পুরুষপাল গ্রামে তিনির নিজ বাড়ীতে আকস্মিক ভাবে ইন্তেকাল করেন।

গত ১৬ ফেব্রুয়ারি শুক্রবার মরহুম আলহাজ্ব আব্দুল মতলিব  স্বস্ত্রীক বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে যান।

মরহুমের নামাজে জানাজা আজ বাদ আসর(৫.১৫ মিনিট) পুরুষপাল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি’শোক:

যুক্তরাজ্য আওয়ামী লীগের বিশিষ্ট নেতা, কমিউনিটি ব্যক্তিত্ব ,বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি ও বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র অন্যতম উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মতলিবের মৃত্যুতে শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী শোকবার্তায় বলেন, জনাব আব্দুল মতলিবের সাথে আমার খুবই আন্তরিক ও ঘনিষ্ট সম্পর্ক ছিল।একজন অভিভাবক হিসেবে সব সময় তিনি আমার খোঁজ-খবর নিতেন।তিনি ছিলেন আওয়ামীলীগের নিবেদিত প্রাণ একজন সংগঠক। বিয়ানীবাজার তথা বাংলাদেশের প্রতি তাঁর ছিল অসীম ভালোবাসা। সারাজীবন তিনি জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখে গেছেন। তাঁর অকাল ও আকস্মিক মৃত্যুতে যুক্তরাজ্যের বিয়ানীবাজার কমিউনিটি হারালো একজন জনদরদী সংগঠক ।

এদিকে এসেক্স আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মেদ নাজিমুদ্দিন ও নিউহ্যাম আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ অনুরূপ এক বিবৃতিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের বিশিষ্ট নেতা, কমিউনিটি ব্যক্তিত্ব ,বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি ও বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র অন্যতম উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মতলিবের মৃত্যুতে  গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মরহুম আলহাজ্ব আব্দুল মতলিবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x