আজ লন্ডনে প্রথমবারের মত সিলেট উৎসব

ডেইলিইউকেবাংলা।।   গৃহাকুল একঝাঁক  মানুষের উদ্যোগে ‘প্রাণের টানে শিকড়ের গানে, এসো মাতি মিলন উৎসবে’ স্লোগান সামনে রেখে আজ  রবিবার লন্ডনে বসছে প্রবাসী সিলেটিদের মিলন মেলা ‘সিলেট উৎসব’।

সুরমা নদীর ঢেউ এবার

লন্ডনের টেমসে,

লাক্কাতুরার চায়ের স্বাদ

মিলবে মিলন উৎসবে ॥

 

আলী আমজাদের ঘড়ির এলার্ম

বাজবে এবার বাংলা টাউনে

ব্রিটেনবাসী সব সিলেটি

মিলবে এসে ব্রিকলেনে॥

উৎসবের আগাম আমেজই বলে দিচ্ছে এ মিলন শুধু সিলেটিদের মধ্যেই সীমাবদ্ধ থাকবেনা,পরিণত হবে প্রবাসী বাঙালীদের মিলন মেলায়।

সিলেট উৎসব উদযাপন কমিটির উদ্যোগে লন্ডনে প্রথমবারের মত আয়োজিত এই অনুষ্ঠানে থাকবে গান, নাচ, সিলেটি ধামাইল, কবিতা আবৃত্তি, পুথিঁ পাঠসহ রকমারী আয়োজন-এমনটিই  জানালেন উৎসব কমিটির সেক্রেটারী, ব্রিটবাংলার নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরী বাবু। তিনি বললেন, ‘প্রাণের টানে শিকড়ের গানে আমরা ঐদিন মিলন উৎসবে মাততে চাই। এই মিলনে আমাদের সহযাত্রী শুধু প্রবাসী সিলেটিরাই নন, পুরো বাঙালী কমিউনিটি’।

আজ ৪ মার্চ রবিবার বেলা ২টা থেকে পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে আয়োজিত সিলেট উৎসব ব্রিটেনে বেড়ে ওঠা সিলেটি বংশোদ্ভূত নতুন প্রজন্মকে তাদের শিকড়, ইতিহাস ও ঐতিহ্য চিনতে সহায়তা করবে, এমনটি বিশ্বাস করেন উৎসব কমিটির চেয়ারম্যান,ব্রিটেনের সুপরিচিত মানবাধিকার কর্মী, সত্যবাণী’র কন্ট্রিবিউটিং এডিটর আনসার আহমেদ উল্লা। সত্যবাণীকে তিনি বললেন, ‘আমরা মনেকরি নতুন প্রজন্মের মধ্যে শিকড় প্রেম জাগ্রত করতে পারলে সাম্প্রদায়িক অপশক্তি’র ‘মগজ ধোলাই’ মিশন মোকাবিলা সহজ হবে’। আনসার মনে করেন, সিলেট নিয়ে আবেগি হওয়া কোন আঞ্চলিকতা নয়, এটি দেশ প্রেমেরই অংশ। তাঁর মতে, অঞ্চল প্রেম, দেশ প্রেমকে আরও সুদৃঢ় করে। নিজ পরিবার ও অঞ্চল প্রেম থেকেই মানুষের মনে দেশ প্রেম জাগ্রত হয়। দেশ প্রেম থেকে উদ্বুদ্ধ হয়েই তারা সিলেট উৎসবের পরিকল্পনা নিয়েছেন- এমনটিই জানালেন  উৎসব কমিটির চেয়ারম্যান।

কমিটির অন্যতম সদস্য সত্যবাণীর কমিউনিটি করেসপন্ডেন্ট জামাল খান ও পাক্ষিক ব্রিকলেন সম্পাদক জুয়েল রাজ উৎসব সফল করতে নিদ্রাহীন কাজ করছেন।  তারা বললেন, ‘সিলেটের অসাম্প্রদায়িক সংস্কৃতি আমাদের হাজার বছরের ঐতিহ্য। মরমী কবি হাসন রাজা, বাউল সম্রাট শাহ আব্দুল করিম, রাধা রমন, সৈয়দ শাহনুর, আরকুম শাহ এরা সিলেটের সম্পদ, সারা দেশের সংস্কৃতি প্রিয় মানুষের অনুপ্রেরণা। সিলেট উৎসবের মাধ্যমে ব্রিটেনে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সাথে আমরা তাদের পরিচয় করিয়ে দিতে চাই’।

উদ্যোক্তারা আজকের  সিলেট উৎসব সফল করতে অঞ্চল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহন ও সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

More News from যুক্তরাজ্য

More News

Developed by: TechLoge

x