কাউন্সিলার পদপ্রার্থী শামসুল তালুকদার তারেক
স্পিটালফিল্ড ও বাংলাটাউন ওয়ার্ড থেকে ‘পিপলস এলায়েন্স অব টাওয়ার হ্যামলেটস’ পার্টির পক্ষে “শামসুল তালুকদার (তারেক)” কাউন্সিলার পদপ্রার্থী।
কমিউনিটি সংগঠক, টিভি সংবাদ উপস্থাপক, ইন্জিনিয়ার শামসুল তালুকদার (তারেক) টাওয়ার হ্যামলেটসের স্পিটালফিল্ড ও বাংলাটাউন ওয়ার্ড থেকে কাউন্সিলার পদে “চাবি” প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধীতা করবেন বলে জানা গেছে।
শামসুল তালুকদার (তারেক) গত ১২ বছর ধরে টাওয়ার হ্যামলেটসে বসবাস করে আসছেন। দীর্ঘ দিন ধরে তিনি কমিউনিটির সেবায় নিয়োজিত। তিনি কমিউনিটির ইসু যেমন, প্রাইভেট রেন্ট, ড্রাগস, এজুকেশন কাট এবং কার পার্কিং সহ বিভিন্ন ইসু নিয়ে কাজকরেছেন। শামসুল তার ওয়াডের বাসিন্দাদের অগ্রাধিকার দিয়ে আগামী দিনে কাজ করতে চান।
তিনি তার পেশাগক জীবনে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সফলতার সাথে কাজ করেছেন। আগামী ৩মে ২০১৮, অনুস্টিতব্য কাউন্সিল নির্বাচনে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী