বিয়ানীবাজারের আউয়াল ও আনিকার রাষ্ট্রপতির নিকট থেকে শিক্ষা পদক গ্রহণ
বিয়ানীবাজার প্রতিনিধি।। বিয়ানীবাজারের দু’কৃতিসন্তান মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এডভোকেটের নিকট থেকে প্রাথমিক শিক্ষা পদক গ্রহণ করেছেন।
মঙ্গলবার ৬ মার্চ বিকেলে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে দেশসেরা বিদ্যোৎসাহী সমাজকর্মী হিসেবে দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল এবং শিশু কাব হিসেবে আনিকা রহমান এ পদক গ্রহণ করেন।
জানা যায়, বিয়ানীবাজারে প্রাথমিক শিক্ষায় উৎসাহ প্রদানসহ বিশেষ অবদান রাখায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল। এরআগে পরপর দু’বার তিনি জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করলেও পদক পাননি। বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক ও শিক্ষামন্ত্রীর বিশেষ প্রতিনিধি আউয়ালের বাড়ি পৌর এলাকার চন্দগ্রামে।
এদিকে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিশু নির্বাচিত হয়েছে বিয়ানীবাজার পৌর এলাকার নয়াগ্রাম-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী আনিকা রহমান। তিনি নয়াগ্রামের যুক্তরাজ্য প্রবাসী আতিকুর রহমান ও শিক্ষিকা জোছনা আক্তারের প্রথম সন্তান। বর্তমানে আনিকা ৬ষ্ট শ্রেণিতে অধ্যায়নরত রয়েছে।