ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় পুনর্মিলনী বাস্তবায়ন কমিটি ইউকে গঠিত
ডেইলিইউকেবাংলা ডট কম ।। সিলেটের বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী ঢাকাউত্তর মোহাম্মদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে পুনর্মিলনী করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।
৬ মার্চ মঙ্গলবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলস্থ সোনারগাঁও রেস্টুরেন্টে উক্ত সভায় ৩৫ প্রাক্তন ছাত্র উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান নুনুর সভাপতিত্বে এবং ব্যবসায়ী এনামুল হকের সজ্ঞালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন হতে তেলাওয়াত করেন বাপ্পি চৌধুরী।
সভায় প্রাক্তন ছাত্রদের মধ্যে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহন করেন আতিকুর রহমান চৌধুরী, মজ্ঞুরুস সামাদ চৌধুরী, আব্দুল মালিক, আব্দুল হান্নান আব্দুল মিজান, এলু চৌধুরী, একলিম হোসেন, নাহিন মাহমুদ, মিফতাউর রহমান চৌধুরী, হেলাল আহমদ, হেলাল চৌধুরী বকুল, মাহমুদ মিয়া মানিক, লায়েক আহমদ চৌধুরী, আজিজুর রহমান, একলিল চৌধুরী, একরাম চৌধুরী, আলম চৌধুরী, বেলায়েত হোসেন চৌধুরী, শাব্বির আহমদ চৌধুরী, সামছুল ইসলাম চৌধুরী মামুনুর রশিদ মাছুম,আবুল কাশেম, মছরু আহমদ, সুফিয়ান আহমদ, মাছুম আহমদ, বাবর চৌধুরী, বাপ্পি চৌধুরী, জায়েদ মানিক চৌধুরী গুলজার আহমদ, মসরু জামান প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ফয়জুর রহমান খান নুনু ও মজ্ঞুরুস সামাদ চৌধুরীকে আহ্বায়ক নাহিন মাহমুদকে সদস্য সচিব এবং হেলাল আহমদকে অর্থ সচিব করে ঢাকাউত্তর মোহাম্মদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় পুনর্মিলনী বাস্তবায়ন কমিটি (ইউকে) গঠন করা হয়। আগামী ১৯শে মার্চ পরবর্তী সভার আয়োজন এবং বাস্তবায়ন কমিটির সদস্যসংখ্যা বর্ধনসহ পুনর্মিলনী বাস্তবায়ন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়াও স্কুলের প্রাক্তন ছাত্র আজিজুর রহমানের মাতার মূত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয়। সভা শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে এবং পুনর্মিলনী সফল বাস্তবায়নের লক্ষ্যে এক বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়।মোনাজাতটি পরিচালনা করেন অর্থ সচিব হেলাল আহমদ।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী