ফয়জুরের মা-বাবা ও মামা রিমান্ডে

নিউজ ডেস্ক
সিলেটঃ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় গ্রেফতারকৃত হামলাকারী ফয়জুলের বাবা-মা ও মামার রিমান্ড মঞ্জুর করেছে সিলেট মহানগর হাকিমআদালত-৩।আদালত সূত্র জানা যায়, হামলাকারী ফয়জুলের বাবা ও মামাকে ৫দিন ও মাকে ২দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।প্রসঙ্গত, শনিবার (৩মার্চ) বিকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী এবং পুলিশের উপস্থিতিতে জাফর ইকবালের ওপর হামলা হয়। ছুরি দিয়ে এই লেখক-অধ্যাপকের মাথায় আঘাত করেন হামলাকারী ফয়জুল।এ সময় উপস্থিত শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা ফয়জুলকে ধরে ফেলেন। এর পর পিটুনি দিয়ে তাকে ধরে নেয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে। সেখানে পুলিশ তাকে উদ্ধার করে এনে হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।

Leave a Reply

More News from সিলেট

More News

Developed by: TechLoge

x