সমাজসেবী জামাল খানের সিভিক এওয়ার্ড লাভ

আব্দুল কাদির চৌধুরী মুরাদ।। লন্ডনের কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তরুণ  কমিউনিটি ব্যক্তিত্ব জামাল আহমেদ খানকে টাওয়ার হ্যামলেট বারার সর্বচ্চ পুরস্কার সিভিক এওয়ার্ড প্রদান করা হয়।

১৬ মার্চ শুক্রবার এক আড়ম্বর পূর্ণ অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস এর মালবারি প্লেসে  টাওয়ার হ্যামলেটস বারার মেয়র জন বিগস এর উপস্থিতিতে জামাল আহমেদ খানের হাতে সার্টিফিকেট তুলে দেন মেয়র জন বিগস নিজে  এবং এওয়ার্ডস প্রদান করেন  স্পিকার কাউন্সিলর সাবিনা আকতার। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইল টাকলেয়, উন্মেশ দেশাই প্রমুখ ।

বিলেতে বসবাসরত বাঙ্গালী কমিউনিটির সুপরিচিত সমাজকর্মী  জামাল আহমেদ খান বিগত ২২ বছর ধরে প্রবাসী  কমিউনিটির জন্য নিরলশভাবে কাজ করে যাচ্ছেন।

টাওয়ার হ্যামলেটস বারার সর্বোচ্চ এ সম্মাননা  প্রাপ্তিতে তাঁর প্রতিক্রিয়ায়  জামাল আহমেদ খান বলেন, এওয়ার্ড প্রাপ্তি মানুষের সামাজিক কাজের একটি স্বীকৃতি। এ স্বীকৃতির  আনন্দের ধারাবাহিকতায়  কাজ করার দায়িত্ববোধ আরো  অনেকাংশে সমৃদ্বি করবে । আমার দীর্ঘ বিলেত জীবনে আমি সবসময় বাঙ্গালী কমিউনিটির জন্য, বাংলা শিল্প , সংস্কৃতি , ঐতিহ্যের  প্রচার প্রসারে কাজ করছি। এখন মনে হচ্ছে দায়িত্ব, উৎসাহ অনেকগুন প্রসারিত হলো ।সকলের  দোয়া ও  সহযোগিতা থাকলে  ইনশা আল্লাহ কমিউনিটির জন্য আরও ভাল কাজ করে যেতে পারবো।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x