টাওয়ার হ্যামলেটস কনজারভেটিব পার্টির মেয়র ডাঃ আনোয়ারা আলীর সংবাদ সম্মেলন: ম্যানিফেস্টো ঘোষণা
ডেইলিইউকেবাংলা।।আগামী মে মাসে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে টাওয়ার হ্যামলেটস বারায় কনজারভেটিব পার্টি থেকে ডাঃ আনোয়ারা আলী মেয়র পদে লড়বেন।
২১ মার্চ বুধবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দলের ম্যানিফেস্টো ঘোষণা করেন মেয়র প্রার্থী বাংলাদেশী বংশোদ্ভূত ডাক্তার আনোয়ারা আলী এমবিই।
সংবাদ সম্মেলনে ডাক্তার আনোয়ারা আলী লিখিত বক্তব্যে নিজের পরিচয় দেন এবং টাওয়ার হ্যামলেটস বারার উন্নয়নে তাদের পার্টির বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন।
তার দলের প্রধান তিনটি কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, টাওয়ার হ্যামলেটস বারার উন্নয়নে তিনি সারা জীবন কাজ করেছেন এবং আগামীতেও কাজ করে যাবেন।
তাদের প্রধান তিনটি মুল লক্ষ্য হচ্ছে :
(১) নিরাপদ সড়ক এবং নিরাপদ ঘরঃ
টাওয়ার হ্যামলেটস বারার অন্যতম প্রধান সমস্যা নিরাপত্তা।
ডাক্তার আলী বলেন, তিনি নির্বাচিত হলে বারার নিরাপত্তা বিধানে অতিরিক্ত ৫ মিলিয়ন পাউন্ড বাজেটে সংযুক্ত করবেন। এ বাজেট বারার “অপরাধ এবং অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে” ব্যয় করবেন। ক্রাইম এবং এন্টি সোস্যাল বিহেভিয়ার প্রতিরোধে তিনি অতিরিক্ত পুলিশ এবং পুলিশ কমিউনিটি সাপোর্ট অফিসার নিয়োগ করবেন। রাস্তার নিরাপত্তা বিধানে প্রত্যেক ওয়ার্ডে আরো সিসিটিভি বসানো হবে। “আফটার স্কুল ক্লাব” ও শুরু করবেন।
(২) ছেলে মেয়েদের নিরাপদ এবং নিশ্চিত ভবিষ্যত এবং বারার ছেলে মেয়েদের ভবিষ্যত নিশ্চিতকল্পে তিনি কাজ করবেন। ছেলে মেয়েদের উপযুক্ত শিক্ষা দিতে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে নিবিড়ভাবে কাজ করবেন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের উৎসাহিত করবেন, তাদের আর্থিকভাবেও সহযোগিতা করবেন যাতে বারার ছেলে মেয়েরা উপযুক্ত হবে পরবর্তী ধাপে যেতে পারে। এছাড়া অফস্টেডের নীতিমালা জরুরী ভিত্তিতে বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করবেন। প্রয়োজনে বিশেজ্ঞদের নিয়োগ করে অফস্টেডের নীতিমালা বাস্তবায়ন করবেন। জালিয়াতি এবং দূর্নীতির বিরুদ্ধে ফাইট করার জন্যে একটি বোর্ডও গঠন করা হবে।
(৩) সক্ষমতাঃ
টাওয়ার হ্যামলেটস বারার অন্যতম সমস্যা হাউজিং সমস্যা সমাধানে তিনি তার ক্ষমতাসীন দলকে নিয়ে সর্বচ্চো চেষ্টা করবেন। বারার বাসিন্দাদের সর্বোচ্চ প্রাধান্য দিয়ে হাউজিং নির্মান প্রতিষ্ঠান গুলোর সাথে বাড়ী নির্মানে চুক্তি করা হবে বলে তিনি জানান। ফ্যামেলি এবং ইয়াংদের জন্যে পর্যাপ্ত সোস্যাল এবং এফোর্ডেবল বাড়ী নিশ্চিত করার চেষ্টা তিনি করবেন।
এসময় ডাক্তার আনোয়ারা আলী টাওয়ার হ্যামলেটস বারার সর্বাত্মক উন্নয়ন এবং নিরাপত্তা বিধানে তার নানা কর্মসূচি তুলে ধরেন।
৩ মের নির্বাচনে তাকে এবং তার দলের কাউন্সিলারদের সহযোগিতা এবং বারার সবাই তাদেরকে ভোট প্রদানের অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে বিপুল সংখ্যক বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিক ছাড়াও কনজারভেটিব পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, টাওয়ার হ্যামলেটস কনজারভেটিব পার্টির লীডার কাউন্সিলর পিটার গোল্ড, কাউন্সিলর এন্ড্রো উড, কাউন্সিলর ডেভিড ফেল, ব্লাকওয়েল এন্ড কিউবিট ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলেক্স কে, আইল্যান্ড গার্ডেন ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জেমস স্ট্রো, পপলার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হ্যারী স্কোফিন, ল্যান্সবারী ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাওয়াড ডারয়িল, বেথনালগ্রীন এন্ড বো এলাকার কনজারভেটিব পার্টির চেয়ার ডায়ানা গ্লোভার, জেইন এমারজন সহ অনেকে।
উল্লেখ্য, ডাক্তার আনোয়ারা আলী স্পিটাফিল্ড সার্জারির প্রধান জিপির দায়িত্ব পালন করে যাচ্ছেন দীর্ঘ দিন ধরে। তিনি ৪০ বছর ধরে টাওয়ার হ্যামলেটসে বসবাস করছেন। তিনি বর্ণবাদী আন্দোলনের সময় সক্রিয় সদস্য হিসেবে অংশনেন। তাঁর পিতার বাড়ী সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে। তাঁর শ্বশুর বাড়ী জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নে।
কমিউনিটির উন্নয়নে কাজ করার জন্যে ডাক্তার আনোয়ারা আলী এমবিই ২০১৭ সালে রাণী এলিজাবেথ কতৃর্ক এমবিই খেতাবে ভূষিত হন।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী