মিডিয়া ও মানবিক কাজে অবদান: প্রভাবশালী ১০০ ব্রিটিশ বাংলাদেশির তালিকায় সিলেটের ২ সাংবাদিক

ডেইলিইউকেবাংলা।। ব্রিটেনে বসবাসরত ব্রিটিশ বাংলাদেশিদের মধ্য থেকে সফল ও প্রভাবশালী ১০০ ব্রিটিশ বাংলাদেশিদের তালিকায় স্থান পেয়েছেন সাংবাদিক মুহাম্মদ জুবায়ের ও আ স ম মাসুম। মূলত মিডিয়া ও মানবিক কাজে অবদানের জন্য জুবায়ের ও মাসুম এই তালিকায় স্থান করে নিয়েছেন।

ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার এন্ড ইনস্পায়ার, বিবিপিআই ২৮ মার্চ রাতে প্রেষ্টিজিয়াস ভ্যানুয়েবল নেভীর হলে জমকালো অনুষ্ঠানে এই তালিকা প্রকাশ করে। এতে উপস্থিত ছিলেন তালিকায় স্থান পাওয়া সফল ব্রিটিশ বাংলাদেশী, ব্রিটিশ রাজনীতিবিদ, এমপিসহ সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা।

১০০ জন সফল ও প্রভাবশালী ব্যক্তির তালিকার পাশাপাশি ব্রিটিশ বাংলাদেশী জাস্টিস মো.আখলাকুর রহমান চৌধুরীকে বছরের সেরা ব্যক্তিত্বের সম্মাননা দেয়া হয়।

মুহাম্মদ জুবায়েরের গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার বিষ্ণপুর বড়বাড়ী। দীর্ঘদিন সিলেটে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার পর তিনি ব্রিটেনে পাড়ি জমান। সেখানেও সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন। ব্রিটেনের চ্যানেল এস টেলিভিশনের চীফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। নেতৃত্ব দিচ্ছেন সাংবাদিক কমিউনিটিকে। বর্তমানে ব্রিটেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। ‘গাউ গেরামে ঘুরে ঘুরে’ নামে একটি গ্রন্থ রয়েছে।

মুহাম্মদ জুবায়ের ইউরোপ ভিত্তিক বাংলা টেলিভিশন চ্যানেল এস এর চিফ রিপোর্টারের দায়িত্ব পালন করছেন। বর্তমানে বাংলাদেশের বাইরে প্রথম বাংলা প্রেসক্লাব, ২৫ বছরের পুরোনো সংগঠন লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।

সুনামগঞ্জ জেলার বলাকা আবাসিক এলাকার মরহুম আব্দুস সাত্তার ও মরহুম আলেয়া খানমের সন্তান আ স ম মাসুম স্থায়ীভাবে বসবাসের জন্য ১২ বছর আগে ব্রিটেনে পাড়ি জমান। ব্রিটেনে তিনি চ্যানেল এস টেলিভিশনে সিনিয়র অনুষ্ঠান নির্মাতা ও স্পেশাল রিপোর্টার , বাংলাদেশের বাইরে ও ব্রিটেনের প্রথম বাংলা টেলিভিশন বাংলাটিভির হেডঅব প্রোগ্রাম পদে কাজ করে বর্তমানে আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা আলখায়ের ফাউন্ডেশনের নিজস্ব টেলিভিশন ইক্বরা টিভির চ্যারিটি ম্যানেজার হিসাবে কর্মরত রয়েছেন।

এছাড়া তিনি বসুন্ধরা গ্রুপের দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজটুয়েন্টিফোরএর ব্রিটেন প্রতিনিধি হিসাবে কাজ করছেন। মাসুম সিলেটের টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন ( ইমজা ) এর প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন। মাসুমও বাংলাদেশের বাইরে প্রথম বাংলা প্রেসক্লাব লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x