লন্ডনে ১মে এম.সি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সভা
আব্দুল কাদির চৌধুরী মুরাদ।। ব্রিটেনে বসবাসরত ঐতিহ্যবাহী এম.সি বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এম.সি কলেজ এক্স- ষ্টুডেন্টস ইউনিয়ন ইউকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ এপ্রিল পূর্বলন্ডনের হোয়াইটচ্যাপলের একটি অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় ঐতিহ্যবাহী এম.সি বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এম.সি কলেজ এক্স- ষ্টুডেন্টস ইউনিয়ন ইউকের সমন্বয়কারীদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, মোঃ হুমায়ুন কবীর মাহিন, শাহ মুইজুর রহমান শামীম, মকসুদ রহমান, মতিউর রহমান রানা,মোহাম্মদ আশরাফুল ইসলাম, ফেরদৌস শেরদিল, শামীম শাহান, জামাল আহমদ, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, মোয়াজ্জম হোসেন, আব্দুল কাদির চৌধুরী মুরাদ।
সভায় এম.সি বিশ্ববিদ্যালয় কলেজের ১২৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী উদযাপনসহ এম.সি কলেজ এক্স- ষ্টুডেন্টস ইউনিয়ন ইউকের সাংগঠনিক কার্য্যক্রম বৃদ্ধি নিয়ে আগামী ১মে মঙ্গলবার বুলুমুন মিডিয়া সেন্টার ,৮২-৮৮ মাইল এন্ড রোড ,লন্ডন ই ১, ৪ ইউ এন’য়ে সন্ধ্যে ৬টায় এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠানের সিদ্বান্ত নেয়া হয়।
এতে ব্রিটেনে বসবাসরত ঐতিহ্যবাহী এম.সি বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষথেকে আহবান জানানো হয়েছে। এব্যাপারে বিস্তারিত জানতে মতিউর রহমান রানা ০৭৪৬৫২১৮৫৬৫, মোহাম্মদ আশরাফুল ইসলাম ০৭৫৩৮৮০৯১৩৮ নং ‘য়ে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী