বিলেতে জন্ম নেয়া নতুন প্রজন্মের লেখকদের বই ‘আওয়ার স্ট্রাগল, আওয়ার ফ্রিডম’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত
আলী বেবুল।। বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন নিয়ে বিলেতে জন্ম নেয়া নতুন প্রজন্মের লেখকদের লেখা এবং আর্টিস্টদের চিত্রকর্ম নিয়ে প্রথমবারের মত প্রকাশিত বই ‘আওয়ার স্ট্রাগল, আওয়ার ফ্রিডম’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হল গত ২২শে এপ্রিল, রবিবার সন্ধ্যায় পুর্ব লন্ডনের একটি হোটেলে।
ইয়াং উপস্থাপিকা জাহিন রশীদের উপস্থাপনায় শুরুতেই বক্তব্য রাখেন সেঁজুতি মনসুর, রুমি হক এবং ট্যালেন্ট তামিম আহমেদ, অহনা, কাজী প্রনয়, তাসনিম রশীদ, নাদিয়া, রিদিয়া, সাধনা চৌধুরী, আফ্রিন কোরেশী সহ অনেকে। এছাড়া অনুষ্ঠানে শিল্পী শর্মিলা দাসের পরিচালনায় ইয়ং ট্যালেন্টরা সঙ্গীত পরিবেশন করে। অনুষ্ঠানের শেষপর্বে বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো: আব্দুস শুকুর। অভিভাবক কল্পনা কাজি, ফারজানা খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, মোহাম্মদ নাজিমুদ্দিন, হেনা বেগম, জগলুল করিম, তওহীদ ফিতরাত হেয়াসেন, সাংবাদিক মতিয়ার চৌধুরী, মোশতাক বাবুল,আলী বেবুল, বাতিরুল হক সরদার, সুফিয়া জামিন,গোলাম মোহাম্মদ কিনু,শাহেদ আহমদ,মাহমুদ হোসেন সেলিম, এম মাসুদ আহমদ,জুবের আহমদ,সফিকুল হক এবাদ প্রমুখ। স্বাগত বক্তব্যে সাংবাদিক-লেখক সুজাত মনসুর বইটি প্রকাশ ও ইয়ং ট্যালেন্টদের নিয়ে এরকম একটি অনুষ্ঠান আয়োজনের প্রেক্ষাপট ব্যাখ্যা ও বিলেতের ইয়ংদের নিয়ে আরও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া অভিভাবকদের পক্ষ থেকেও আগামীতে এরকম যে কোন উদ্যোগের প্রতি সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
উল্লেখ্য বইটিতে ২৭ জন ইয়াং রাইটারের লেখা ও ৮ জন আর্টিস্টের আর্ট স্থান পেয়েছে এবং সম্পাদনা করেছেন আনসার আহমেদ উল্লাহ ও সেঁজুতি মনসুর।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী