সিলেটের সাংবাদিক ইকবাল মনসুর আর নেই

ডেইলিইউকেবাংলা নিউজঃ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রী ইকবাল মনসুর আর নেই (ইন্নালিল্লাহি……রাজিউন)।বুধবার (০২ মে) সকাল সাড়ে ১০টায় নগরের কানিশাইল মজুমদারপাড়ায় নিজ বাসায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভারের জটিল রোগে আক্রান্ত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী-একমাত্র কন্যা, মা-দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজের জানাজা বাদ আসর ভাতালিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে।এ তথ্য নিশ্চিত করেন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়ছল।এদিকে ইকবাল মনসুরের মৃত্যুর খবর পেয়ে কানিশাইল মজুমদারী এলাকায় তার বাসায় ভিড় করেন রাজনৈতিক নেতা-কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। তারা মরহুমের স্বজনদের গভীর সমবেদনা জানান।

Leave a Reply

More News from সিলেট

More News

Developed by: TechLoge

x