সিলেটে মাজার জিয়ারত করে প্রচার শুরু করলেন কামরান

ডেইলিইউকেবাংলা নিউজঃ সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান তাঁর আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।

আজ রোববার হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এই প্রচারণা শুরু হয়।সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান আজ বাদ আসর মাজার জিয়ারত করেন। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি নগরীর চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় কামরান বলেন, ‘দলীয় মার্কা ঘোষণার পর থেকে জেলা ও মহানগরের সর্বস্তরের নেতৃবৃন্দের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আমরা এ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে ঘোষণা করেছি। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করব। আজ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারণার কাজ শুরু করলাম।’

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র কামরান বলেন, ‘আওয়ামী লীগ বিশাল একটা রাজনৈতিক সংগঠন। এখানে নেতাকর্মীদের মান অভিমান থাকাটা স্বাভাবিক। তবে এবার আমাদের মধ্যে কোনো মতপার্থক্য নেই। নেত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।’

এ সময় কামরান আগামী ৩০ জুলাই নির্বাচনে সিলেট নগরবাসীকে তাদের আমানত (ভোট) দিয়ে তাঁকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিকসহ নেতৃবৃন্দ।এদিকে, আজ দুপুরে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বদর উদ্দিন কামরানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিরাজ বকস।

Leave a Reply

More News from সিলেট

More News

Developed by: TechLoge

x