লন্ডনে সেলিম উদ্দিন এমপি: এবার সিলেট-৫ ও -৬ দু’টি আসনে নির্বাচনের ঘোষণা ( টিভি নিউজ সহ )

ডেইলিইউকেবাংলা নিউজঃ বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাপা চেয়ারম্যানের বৈদেশিক উপদেষ্টা আলহাজ মো. সেলিম উদ্দিন এমপি বলেছেন, আমি বিয়ানীবাজারের সন্তান। দলের সিদ্ধান্তে গত নির্বাচনে সিলেট-৫ থেকে এমপি হয়েছি । এবার আমি সিলেট-৫ ও -৬ এ দু’টি আসন থেকে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি। আশা করি দলের মনোনয়ন পেলে দু’টি আসনে আমার জয়লাভের সম্ভাবনা রয়েছে। এজন্য আমি  প্রবাসে বসবাসরত সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

৩সেপ্টেম্বর সোমবার রাতে লন্ডনের ব্লুমুন সেন্টারে বিয়ানীবাজারবাসীর দেয়া এক নাগরিক সংবর্ধনা সভায়   সেলিম এমপি একথা বলেন।

প্রবীণ রাজনীতিবিদ  আলহাজ শামছ উদ্দিন খানের সভাপতিত্বে ও  সাবেক ছাত্রনেতা আবুল হোসেন ওয়াদুদ ও মস্তাক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে এমপি সেলিম আরো বলেন, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের মানুষ আমাকে ভালোবাসে। তারা চায় আমি যেনো এ আসন থেকে নির্বাচন করি। আমারও খুব ইচ্ছা স্বজনদের  পাশে দাড়ানোর। কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তের কারণে গত নির্বাচনে তা সম্ভব হয়নি। এবার চেষ্টা করবো জকিগঞ্জের পাশাপাশি সিলেট-৬ আসনে নির্বাচন করার। যদি সিলেট-৬ এ নির্বাচন করে বিজয়ী হই তাহলে কিভাবে উন্নয়ন করতে হয় তা দেখিয়ে দিবো। রাস্তাঘাটের নাজুক পরিস্থিতি থেকে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীকে মুক্ত করবো-ইন শা আল্লাহ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলডিপি নেতা মনজ্জির আলী, আব্দুর রশিদ জাকির, ডা. ফয়হুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক খসরুজ্জামান খসরু, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি আফাজ উদ্দিন, শাহাব উদ্দিন চঞ্চল,মোঃ আলা  উদ্দিন,  বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের সিই্ও সাহাব উদ্দিন, হাজী শামসুল হক, আব্দুল কাদির, জকিগঞ্জ-কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা আনিসুল হক, কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক শামীম আহমদ, হাজী সাদ উদ্দিন, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সভাপতি নাজিম উদ্দিন, মাথিউরা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সাদেক আহমদ, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক জিএস জেবুল আহমদ, কাউন্সিলর রুহুল আমিন, ফরহাদ হোসেন টিপু, নজরুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আতাইর রহমান আতা, আশুক আহমদ, যুক্তরাজ্য জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক জবলু উদ্দিন, সরওয়ার হোসেন, ফয়েজ উদ্দিন লোদী, মাসুদ আহমদ, আহমেদ ফয়সাল ও আরো অনেকে ।

Leave a Reply

More News from যুক্তরাজ্য

More News

Developed by: TechLoge

x