কেম্যানের গভর্নর পদ থেকে আনোয়ার চৌধুরীকে প্রত্যাহার
ডেইলিইউকেবাংলা নিউজঃ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আনোয়ার চৌধুরীকে কেম্যান দ্বীপপুঞ্জের গভর্নর পদ থেকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে।কেম্যান দ্বীপপুঞ্জের গভর্নর অফিস এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।সরকারের একজন মুখপাত্র বলেছেন,আনোয়ারকে এ পদ থেকে প্রত্যাহার করা হলেও তিনি লন্ডনে কূটনৈতিক পদে ফিরতে পারেন।
এ ব্যাপারে শুক্রবার রাতে আনোয়ার চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।এর আগে চলতি বছরের জুনে ব্রিটেনের পররাষ্ট্র এবং কমনওয়েলথ কার্যালয়(এফসিও) তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের তদন্তে নামে। দায়িত্ব নেয়ার তিন মাসের মাথায় তাকে যুক্তরাষ্ট্রে ডেকে পাঠানো হয়।
তবে সর্বশেষ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনোয়ার চৌধুরী বলেছিলেন,আমাকে ঘিরে বাংলাদেশ ও ব্রিটেনের বাঙালি কমিউনিটিতে উদ্বেগ ও ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ।বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ হিসেবে আনোয়ার চৌধুরী অনেকটা রোল মডেল বিবেচিত। বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করার সময় তিনি দেশে-বিদেশে পরিচিতি পান।২০০৪ সালে সিলেটে হজরাত শাহজালাল (রহ.) মাজারে বোমা হামলায় শতাধিক আহতের মধ্যে তিনিও ছিলেন।এতে দুই ব্যক্তি নিহত হন।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী