আসছে রাজপরিবারে নতুন অতিথি

ডেইলিইউকেবাংলা নিউজ,যুক্তরাজ্যঃ  মা হতে যাচ্ছেন ডাচেস অব সাসেক্স মেগান মরকেল।তাই আগামী বছর নাগাদই নতুন অতিথি আসতে যাচ্ছে প্রিন্স হ্যারি ও মেগান মরকেলের ঘরে।অস্ট্রেলিয়া সফরের শুরুতেই প্রিন্স হ্যারি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।কেনিংস্টন প্যালেস থেকে এক বিবৃতিতে বলা হয়,গত মে মাসে বিয়ের সময় সারা বিশ্ব থেকে যে সমর্থন পাওয়া গেছে তাদের প্রতি কৃতজ্ঞতা।একইসঙ্গে আমরা আনন্দের সঙ্গে এই খুশির সংবাদ সবাইকে জানাতে যাচ্ছি।

নবাগত রাজপরিবারের এই সদস্য সিংহাসনে আরোহনের ক্ষেত্রে ক্রমধারায় সাত নম্বরে থাকবেন।গত শুক্রবার যখন প্রিন্সেস ইউগেনির বাগদান অনুষ্ঠানে রাজপরিবারের সদস্যরা উপস্থিত হন তখন রানী ও রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যদের বিষয়টি জানানো হয়।ওই বাগদান অনুষ্ঠানে প্রিন্স হ্যারি একটি লম্বা কালো কোট পড়ে উপস্থিত হন হ্যারি।যার মধ্য দিয়ে সবাই বুঝতে পারেন যে নতুন অতিথি আসতে যাচ্ছে।এরপর প্রিন্স হ্যারি অস্ট্রেলিয়া,ফিজি,টোগো ও নিউজিল্যান্ডে ১৬ দিনের সফরে সিডনিতে যান।পাঁচ মাস আগে বিয়ের পর এটিই তাদের বিদেশে প্রথম সফর।

Leave a Reply

More News from যুক্তরাজ্য

More News

Developed by: TechLoge

x