লন্ডন বাংলা প্রেসক্লাবের উদ্যোগে ‘ফেইক এন্ড ট্র- নিউজ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ডেইলিইউকেবাংলানিউজঃ  লন্ডনের কুইনম্যারী ইউনির্ভাসিটির আর্টস ওয়ান পিন্টার ষ্টুডিওতে  ফেইক নিউজ এন্ড ট্র- নিউজ-শীর্ষক এক বিশেষ আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে ও  টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতায় এতে মূখ্য আলোচক ছিলেন প্রবীন সাংবাদিক, দ্যা এশিয়ান এইজ এর এডিটর ইন চার্য ও সত্যবাণীর কন্ট্রিবিউটিং এডিটর সৈয়দ বদরুল আহসান।

৬নভেম্বর মঙ্গলবার বিকেলে বিশেষ আলোচনায় সভাপতিত্ব করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা। সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়েরের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন সাংবাদিক শামসুল আলম লিটন। বাংলাদেশী সাংবাদিকরা ছাড়া  মেইনস্ট্রিম অতিথিও প্রশ্ন-উত্তর এবং মন্তব্য পর্বে অংশ নেন।

সৈয়দ বদরুল আহসান বলেন, ফেইক নিউজ সংস্কৃতি শত-সহস্র বছর পুরোনো। বিশ্ব ইতিহাসের অনেক কংকজনক অধ্যায়ের সাথে ফেইক নিউজের সম্পর্ক ছিলো। তিনি বলেন, অবাধ তথ্য প্রবাহের সাম্প্রতিক এ ডিজিটাল যুগে কোন খবর যেমন লুকিয়ে রাখা কঠিন, ঠিক তেমনি এর সুযোগ নিয়ে ভূয়া খবর তৈরী ও প্রচারের মাধ্যমে সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রিয় অস্থিরতা সৃষ্টির ঘটনাও ঘটছে অহরহ। তিনি বলেন, ভূয়া খবর তৈরী বা প্রচার শুধুই যে বাংলাদেশে ঘটছে বা ঘটেছে তা নয়, এই ব্যাধিতে সারা বিশ্বই আক্রান্ত।

অতীতের ইতিহাসের সভ্যতা বিধ্বংসী কিছু ঘটনার উদাহরণ দিতে গিয়ে বাংলাদেশের প্রবীন এই সাংবাদিক বলেন, অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রগুলোর উপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠায় বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর সামরিক হস্তক্ষেপের ক্ষেত্র সৃষ্টিতে ভূয়া নিউজ মূল ভূমিকা রেখেছে, ইতিহাসে এমন অহরহ ঘটনা রয়েছে। তিনি বর্তমানে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনাও করেন। অনুুষ্ঠানে ফেইক নিউজের পাশাপাশি সত্য নিউজ প্রকাশে বাধা বা চাপ সৃষ্টির নেতিবাচক দিক নিয়েও আলোচনা করা হয়। সত্য প্রকাশের যথার্থ সুযোগ থাকলে ফেইক নিউজের সৃষ্টি হবে কম।

অনুষ্ঠানে প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মাহবুব রহমান, ট্রেজারার আ স ম মাসুম, আইটি  সেক্রেটারী সালেহ আহমদ, ইসি মেম্বার  রহতম আলী ও পলি রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

 

Leave a Reply

More News from যুক্তরাজ্য

More News

Developed by: TechLoge

x