জাতীয় নির্বাচনের তফসীলঘোষণাঃ দেশে যাচ্ছেন ইউকে আ’লীগের ৫শতাধিক নেতাকর্মী
ডেইলিইউকেবাংলা নিউজঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীলকে স্বাগত জানিয়ে ৮ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাজ্য আওয়ামীলীগ এক তাৎক্ষণিক সভা অনুষ্ঠিত হয়েছে।
পূর্বলন্ডনের একটি মিলনায়তনে সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আলহাজ জালাল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, লুৎফুর রহমান ছায়াদ, রবিন পাল, অসম মিসবাহ, সারব আলী, আমিনুল হক জিলুসহ অঙ্গসংগঠনের আরো অনেক নেতাকর্মী।
সভায় বক্তারা বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছেন। দেশবাসী একটি গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই ৩য় বারের মতো আওয়ামী লীগ সরকার গঠন করবে-ইনশাআল্লাহ।
আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী উল্লেখ করে বক্তারা বলেন, এ সরকারের আমলে দেশে যা উন্নয়ন হয়েছে বিগত কোন সরকারের আমলেই এই অভূতপূর্ব উন্নয়ন হয়নি। দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়নের ফল ভোগ করছেন। বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের মডেল হিসেবে পরিচিত লাভ করেছে। ক্বওমী শিক্ষা আজ স্বীকৃতি লাভ করেছে । দেশের মানুষ শান্তিতে আছে। তাই শান্তি ও উন্নয়ন বজায় রাখতে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে।
সভায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা বিজয় নিশ্চিত করতে যুক্তরাজ্য আওয়ামীলীগসহ দেশে বিদেশে অবস্থানরত সর্বস্থরের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়। এলক্ষ্যে যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী আগামী ২ ডিসেম্বর বাংলাদশে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন বলেও আশা প্রকাশ করা হয়।
More News from যুক্তরাজ্য
-
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভা ও নির্বাচন অনুষ্ঠিত
-
মুজিব বর্ষে লন্ডনে প্রথমবারেরমতো বঙ্গবন্ধু কাপ ক্যারম টুর্নামেন্টের উদ্বোধন
-
সিলেটে রায়হান হত্যার প্রতিবাদে লণ্ডনে ভয়েস ফর জাস্টিস ইউকের মানব বন্ধন
-
ব্রিটেন জুড়ে শাখা ও ফ্রাঞ্চাইজ দিতে বার্মিংহাম মিষ্টি দেশ এর সংবাদ সম্মেলন
-
বছরব্যাপী ৩০টি কর্মপরিকল্পনা নিয়ে মুজিববর্ষ পালন করবে, যুক্তরাজ্যেস্থ বাংলাদেশ হাই কমিশন
-
ব্যারিস্টার নোরা শরীফের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাজ্য যুব-মহিলালীগের স্মরন সভা