ঘাতকের উপযুক্ত শাস্তি দাবীতে লন্ডনে জাস্টিস ফর জাকারিয়া শীর্ষক সমাবেশ

ডেইলিইউকেবাংলা নিউজঃ লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত  ‘জাস্টিস ফর জাকারিয়া ইসলাম’ শীর্ষক কমিউনিটি সমাবেশে বক্তারা জাকারিয়া ইসলামের হত্যাকারীর উপযুক্ত শাস্তি দাবী করেছেন।

৯ নভেম্বর শুক্রবার  নিহত জাকারিয়া ইসলামের পরিবারের সদস্য শাইনুল খানের উপস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বেথনাল গ্রীন ও বো আসনের এমপি রুশনারা আলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, ইস্ট লন্ডন মসজিদের নির্বাহী পরিচালক দেলওয়ার খান, মুসলিম কাউন্সিল অব বৃটেনের সেক্রেটারি জেনারেল হারুন খান, ওসমানী ট্রাস্টের এক্সিকিউটিভ ডাইরেক্টর শাফিউর রহমান, হাড্রেড ফ্যামেলীজ এর প্রতিষ্ঠাতা জুলিয়ান হেনডি, ইস্ট লন্ডন মসজিদের ইমাম মোহাম্মদ আহমদ, স্যোশাল জাস্টিস ক্যাম্পেইনার মুনতাদা আফতাব, নিহত জাকারিয়া ইসলামের কন্যা জায়নাব জাকারিয়া ও জাকারিয়া ইসলামের ভাই মোঃ আব্দুন নূর। সমাবেশে জাকারিয়া ইসলামকে নিয়ে লেখা স্বরচিত কবিতা পাঠ করেন জোওয়ারিয়া আফতাব।

বক্তারা বলেছেন, হত্যাকারীকে আটক না রেখে মুক্ত করে দেয়ার অর্থ হবে জাকারিয়া ইসলামের পরিবার এবং কমিউনিটির মানুষকে আরো একটি হত্যার ঝুঁকির মধ্যে ফেলে দেয়া। মেন্টাল হেলথের অধীনে চিকিৎসাধীন থাকা হত্যাকারী নিজেকে সুস্থ দাবী বলে করলেও বেরিয়ে এসে সে যে আরো একটি হত্যাকান্ড সংঘটিত করবেনা তার কোনো নিশ্চয়তা নেই, তাই বৃটিশ বিচার মন্ত্রনালয়ের কাছে হত্যাকারীকে আটক রাখার জোর দাবী জানাচ্ছি।

জাকারিয়া ইসলাম পূর্ব লন্ডনের গ্রেটোরেক্স স্ট্রিটে একটি রোকেয়া চিকিৎসা সেন্টার পরিচালনা করতেন।  ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি যখন অফিসে একা বসে আছেন তখন হঠাৎ এক যুবক প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই জাকারিয়া ইসলাম মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনায় পুলিশ আশফাক চৌধুরী নামে ভারতীয় বংশোদ্ভুত হত্যাকারী যুবককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। হত্যাকারী যুবক পেশায় ডেন্টিস্ট। সে আদালতে নিজেকে মানসিকভাবে অসুস্থ দাবী করে। ফলে আদালত তাঁকে মানসিক চিকিৎসা কেন্দ্রে পাঠিয়ে দেন। হত্যার সবধরনের প্রমানাদী থাকা সত্ত্বেও তাকে ফৌজদারী অপরাধ আইনে বিচারের মুখোমুখী করা হয়নি। সম্প্রতি জাকারিয়া ইসলামের পরিবার জানতে পারে, শীঘ্রই তাকে মানসিক চিকিৎসা কেন্দ্র থেকে মুক্তি দেয়া হতে পারে।

Leave a Reply

More News from যুক্তরাজ্য

More News

Developed by: TechLoge

x