বিলেত প্রবাসী কবি দেলোয়ার হোসেন মন্জু বার্মিংহামে সমাহিত (ইউবিটিভি নিউজ সহ)
আব্দুল কাদির চৌধুরী মুরাদ।। বিলেত প্রবাসী কবি দেলোয়ার হোসেন মন্জুকে সমাহিত করা হয়েছে ব্রিটেনের মধ্যো ভুমি বলে খ্যাত নগর, তাঁর অন্যতম প্রিয় শহর বার্মিংহামে।
২০ নভেম্বর মঙ্গলবার বাদ জোহর কভেন্ট্রী রোড জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হ্যান্ডস ওয়ার্থ সেমেটারীতে তাঁকে সমাহিত করা হয়। জানাজায় আত্মীয়স্বজন ও ব্রিটেনের বিভিন্ন শহরের কবি-সাহিত্যিকসহ বার্মিংহামের সর্বস্থরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহন করেন।
কবি দেলোয়ার হোসেন মন্জু ১৭ নভেম্বর শনিবার স্থানীয় সন্ধ্যে ৭টা ৫০ মিনিটে বার্মিংহাম শহরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…………………..রাজিউন )। ৪৮ বছর বয়স্ক এই কবি কিছুদিন ধরে দুরারোগ্য ফুসফুস ক্যানসারে ভুগছিলেন।
কবিকে শেষ বিদায় জানাতে অন্য অনেকের মতো লন্ডন থেকে দাফনে অংশ নেন, সাপ্তাহিক সুরমা সম্পাদক ফরীদ আহমদ রেজা, তাঁর ঘনিষ্ট বন্ধু কবি সাংবাদিক আহমদ ময়েজ, কবি শামীম সাহান, কবি সাংবাদিক কাইয়ুম আব্দুল্লাহ, আব্দুল কাদির চৌধুরী মুরাদ। শেফিল্ড থেকে কবি আবু মকসুদ, পোর্টসমাউথ থেকে কবির বন্ধু কবি সাংবাদিক খালেদ নজরুল ছাড়াও কবির অনেক প্রিয়জন।
প্রথাবিরোধী কবি হিসেবে সমসাময়িককালে তাঁকে চিহ্নিত করা হয়। নব্বইয়ের দশকে যে কজন কবির হাত ধরে বাংলা সাহিত্যের বাঁকবদল ঘটে তিনি তাদের অন্যতম। বাংলা ভাষায় নতুন গদ্য রীতির প্রবর্তক ও মুক্তগদ্যের কবি ছিলেন তিনি। দেলোয়ার হোসেনের অকালপ্রয়াণে বিলেতের সাহিত্য-সংস্কৃতি পাড়া য় শোকের ছায়া নেমে আসে।
দেলোয়ার হোসেন মন্জু ১৯৭০ সালের ৩০ নভেম্বর সিলেট জেলার বিশ্বনাথে জন্মগ্রহণ করেন। সিলেটের এমসি কলেজে পড়াশোনার পর স্নাতকোত্তর অধ্যয়ন করেছেন রাশিয়ায়। ১৯৯৩ সাল থেকে তিনি বিলেতপ্রবাসী। বিলেতের সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে দীর্ঘদিন থেকে যুক্ত। মানসম্মত বহু সাহিত্য অনুষ্ঠান ও অনুকরণীয় সাহিত্যকর্মের উদ্যোক্তা দেলোয়ার হোসেন মঞ্জু অসাম্প্রদায়িক ও প্রগতিশীল সমাজ নির্মাণকে ব্রত হিসেবে দেখতেন। লেখকের উল্লেখযোগ্য গ্রন্থ; ইস্পাতের গোলাপ, ঈসাপাখি বেদনা ফোটে মরিয়ম বনে, মৌলিক ময়ূর, জ্যোৎস্নার বেড়াল, তুলসীপত্র অথবা অভিজিৎ কুন্ডুর মুক্তগদ্য, বিদ্যুতের বাগান সমগ্র ও দক্ষিণামৃত ইত্যাদি।
মৃত্যুকালে দেলোয়ার হোসেন মন্জু স্ত্রী, ২ কন্যা, ২ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী ও বন্ধু-বান্ধব রেখে গেছেন।
More News from যুক্তরাজ্য
-
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভা ও নির্বাচন অনুষ্ঠিত
-
মুজিব বর্ষে লন্ডনে প্রথমবারেরমতো বঙ্গবন্ধু কাপ ক্যারম টুর্নামেন্টের উদ্বোধন
-
সিলেটে রায়হান হত্যার প্রতিবাদে লণ্ডনে ভয়েস ফর জাস্টিস ইউকের মানব বন্ধন
-
ব্রিটেন জুড়ে শাখা ও ফ্রাঞ্চাইজ দিতে বার্মিংহাম মিষ্টি দেশ এর সংবাদ সম্মেলন
-
বছরব্যাপী ৩০টি কর্মপরিকল্পনা নিয়ে মুজিববর্ষ পালন করবে, যুক্তরাজ্যেস্থ বাংলাদেশ হাই কমিশন
-
ব্যারিস্টার নোরা শরীফের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাজ্য যুব-মহিলালীগের স্মরন সভা