ভবিষ্যৎ সম্পর্ক ইস্যুতে খসড়া চুক্তিতে সম্মত হলো যুক্তরাজ্য ও ইইউ
আন্তর্জাতিক ডেস্ক,যুক্তরাজ্যঃ যুক্তরাজ্য ও ইইরোপীয় ইউনিয়নের (ইইউ) ভবিষ্যৎ সম্পর্ক বিষয়ক একটি খসড়া চুক্তিতে সম্মত হয়েছে দুই পক্ষ।এর ফলে চলতি সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাজ্যের ইইউ ত্যাগের চুক্তি ব্রেক্সিট এর খসড়া চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।ইউরোপীয়ান কাউন্সিল বলেছে,কিভাবে বাণিজ্য,নিরাপত্তা ও অন্যান্য ইস্যু চালু থাকবে তার রাজনৈতিক ঘোষণায় ‘নীতিগতভাবে সম্মত’ হওয়া গেছে।ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বৃহস্পতিবার আরও পরের দিকে এই বিষয়ে বিবৃতি দেবেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম বিবিসি।
২০১৯ সালের ২৯ মার্চ যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার খসড়া শর্তে এরই মধ্যে সম্মত হয়েছে লন্ডন ও ব্রাসেলস।বুধবার ব্রাসেলসে থেরেসা মে ও ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট জেন ক্লদ জাঙ্কারের মধ্যে বৈঠকের পরদিন রাজনৈতিক ঘোষণায় সম্মত হওয়ার খবর জানা গেল।ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক টুইটারে বলেছেন,এইমাত্র আমি ইইউ২৭কে ভবিষ্যৎ ইউ ও ইউকে সম্পর্কের খসড়া রাজনৈতিক ঘোষণা পাঠিয়েছি।কমিশনের প্রেসিডেন্ট আমাকে জানিয়েছেন,এটা আলোচক পর্যায়ে সম্মতি এসেছে এবং রাজনৈতিক পর্যায়ে নীতিগত সম্মত হওয়া গেছে।এখঝন নেতৃবৃন্দের বিবেচনা করার বিষয়’।
রবিবার ইইউ সম্মেলনে ব্রেক্সিট ও ভবিষ্যৎ সম্পর্কের রাজনৈতিক খসড়ায় চূড়ান্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।আর তা স্বাক্ষরিত হলে ব্রিটিশ প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের পার্লামেন্টে তা অনুমোদন করিয়ে নেওয়ায় মনোযোগ দিতে পারবেন।তবে যুক্তরাজ্যের অভ্যন্তরে ব্রেক্সিট ইস্যুতে জোরালো বিতর্কের মধ্যে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে মনে করছেন অনেকেই।
More News from যুক্তরাজ্য
-
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভা ও নির্বাচন অনুষ্ঠিত
-
মুজিব বর্ষে লন্ডনে প্রথমবারেরমতো বঙ্গবন্ধু কাপ ক্যারম টুর্নামেন্টের উদ্বোধন
-
সিলেটে রায়হান হত্যার প্রতিবাদে লণ্ডনে ভয়েস ফর জাস্টিস ইউকের মানব বন্ধন
-
ব্রিটেন জুড়ে শাখা ও ফ্রাঞ্চাইজ দিতে বার্মিংহাম মিষ্টি দেশ এর সংবাদ সম্মেলন
-
বছরব্যাপী ৩০টি কর্মপরিকল্পনা নিয়ে মুজিববর্ষ পালন করবে, যুক্তরাজ্যেস্থ বাংলাদেশ হাই কমিশন
-
ব্যারিস্টার নোরা শরীফের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাজ্য যুব-মহিলালীগের স্মরন সভা