জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যুক্তরাজ্য ছাত্রলীগের ‘নির্বাচনী প্রচারণা সভা (ইউকেবাংলা টিভি নিউজ সহ)

ডেইলিইউকেবাংলা।। বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে  যুক্তরাজ্য ছাত্রলীগের উদ্যোগে এক ‘নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ ডিসেম্বর মঙ্গলবার যুক্তরাজ্য ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ রাহমান সোয়েব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজীব  ভুঁইয়া, শাহ ফয়েজ ও ফখরুল কামাল জুয়েলের ত্রয়ী  সঞ্চালনায় পূর্ব লন্ডনের শাহ আমানাত হলে এ সভা অনুষ্ঠিত হয় ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি  সুলতান মাহমুদ শরীফ। বিশেষ অতিথি  ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  নঈম উদ্দিন রিয়াজ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী, মানবাধিকার বিষয়ক সম্পাদক সারব আলী, সাবেক ছাত্রনেতা এমসি ইন্টার কলেজের সাবেক জিএস তৌহিদ  ফিতরাত হোসেন, নিউহ্যাম আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক  জামাল খাঁন, লন্ডন মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক আব্দুর রাহীম শামীম, প্রচার সম্পাদক দীপঙ্কর তালুকদার, যুক্তরাজ্য শ্রমিকলীগের সভাপতি এম ইকবাল হোসেন ও আরো অনেকে।

সভায় বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানিয়ে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আরো সহযোগী সংগঠনের বিপুল  সংখ্যক নেতৃবৃন্দ।

Leave a Reply

More News from যুক্তরাজ্য

More News

Developed by: TechLoge

x