বালাগঞ্জে মাদ্রাসা ছাত্রীর উপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে লন্ডনে সভা (ইউকেবাংলা টিভি নিউজসহ)
আব্দুল কাদির চৌধুরী মুরাদ ।। বালাগঞ্জ উপজেলার শিখওরখাল গ্রামের সপ্তম শ্রেনীর মাদ্রাসা ছাত্রীর উপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে লন্ডনে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা প্রশাসনের প্রতি ধর্ষকদের সর্বোচ্ছ শাস্তির দাবি জানান । যুক্তরাজ্যে বসবাসরত দেওয়ানবাজার ইউনিয়নবাসীর আয়োজনে প্রতিবাদ সভায় এসময় বক্তব্য রাখেন চ্যানেল এস,টিভির চেয়্যারমান আহমেদুসামাদ চৌধুরী জেপি ,কাউন্সিলার ছদরুজ্জামান খান , প্রবীন মুরব্বি হাজি ইসহাক আলী, ধর্ষিতার চাচা মাওলানা সাদিক আহমদ , মানবাধিকার কর্মী ও আইনজীবি আকলিমা বিবি, রেদওয়ান আহমদ কয়েছ, মিজানুর রহমান মিরু, আবুল কালাম সেতু ও আরো অনেকে ।
গত ২২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে ৭টার দিকে নিজ ঘরের বারান্দা থেকে ভিকটিম ওই কিশোরীকে জোর করে তুলে নিয়ে মুখ বেঁধে পাশবিক নির্যাতন করা হয়। আহত অবস্থায় ওই দিন রাতেই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামের ১৫ বছর বয়সী এ কিশোরী সপ্তম শ্রেনীর মাদ্রাসা ছাত্রী।
পরদিন শুক্রবার ভিকটিমের পিতা বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং- ৮। মামলায় আব্দুল আহাদ ও আযইসহ অজ্ঞাত আরও ৪ জনকে অভিযুক্ত করা হয়। অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের পর পালিয়ে থাকা উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জামালপুর গ্রামের আব্দুল আহাদ ও আযইকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে বালাগঞ্জ থানা পুলিশ।
পুলিশের হাতে গ্রেফতারকৃত আব্দুল আহাদ (২৫) উপজেলার শিওরখাল গ্রামের আব্দুল করিম তালুকদারের ছেলে এবং আযই (৩২) একই গ্রামের ইউপি সদস্য আইয়ুব আলীর ছেলে।
গণধর্ষণের ঘটনায় ক্ষুব্দ এলাকাবাসী ও প্রবাসীরা পাষবিকতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অব্যাহত প্রতিবাদ কর্মসুচি পালন করছে ।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী