শেখ হাসিনা সব সময় প্রবাসীদের মূল্যায়ন করেন: লন্ডনস্থ বাংলাদেশের হাই কমিশনার মুনা তাসনিম (ইউকেবাংলা টিভি নিউজসহ)
আব্দুল কাদির চৌধুরী মুরাদ ।। লন্ডনস্থ বাংলাদেশের নব নিযুক্ত হাই কমিশনার সাইদা মুনা তাসনিম বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় প্রবাসীদের মূল্যায়ন করেন। প্রবাসীদের যোগাযোগ, তাদের জাতীয় পরিচয়পত্র পাওয়া,পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি এসবের খুবই গুরুত্ব দিচ্ছে সরকার।
১২ ডিসেম্বর বুধবার সেন্ট্রাল লন্ডনের হাইকমিশন অফিসে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় তিনি এসব কথা বলেন।এসময় ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির অবদান অর্জন, মহান মুক্তিযুদ্ধে ব্রিটিশ বাংলাদেশীদের ভূমিকাসহ প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও দাবী নিয়ে আলোচনা অনুষ্টিত হয়।
মুনা তাসনিম মতবিনিময় সভায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরতে কালচারাল সেন্টার প্রতিষ্ঠা, হাইকমিশনে পাসপোর্ট, নো ভিসা-সহ বিভিন্ন সার্ভিসের উন্নয়নের বিষয়ে অবহিত করেন।
তিনি বলেন, আগের চেয়ে তাদের সার্ভিসের বেশ উন্নয়ন হয়েছে। প্রবীণ ব্যক্তিদের কথা বিবেচনা করে লিফটের বিষয়টি নিয়ে কাউন্সিলের সাথে আলোচনা চলছে। প্রবাসীরা হাইকমিশনে আসলে তাদের যথাযথ মর্যাদা প্রদান করা হবে।
বাংলাদেশ হাইকমিশনের হামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বিগত দিনে হামলার কথা মাথায় রেখে হাইকমিশনের নিরপত্তা বৃদ্ধিই হবে তার সর্বোচ্চ অগ্রাধিকার। ইতিমধ্যে এ বিষয়ে বেশ কিছু কাজ হয়েছে।
ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ে থাকা তারেক রহমানকে ফিরিয়ে দেয়ার বিষয়ে তার অবস্থান জানতে চাইলে তিনি বলেন, এটি আইনগত প্রক্রিয়া। দুই দেশের পররাস্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমেই এটি করা সম্ভব।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনার মাহাম্মদ জুলকার নাইন, প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি সৈয়দ নাহাস পাশা, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের, সাবেক সভাপতি মোহাম্মদ বেলাল আহমদ, নবাব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সিনিয়র সাংবাদিক মোস্তাক আলী বাবুল, সৈয়দ আনাছ পাশা, কামাল মেহেদী, মতিয়ার চৌধুরী, আনছার আহমদ উল্লাহ, মিল্টন রহমান, তানভির আহমদ, এমি হোসেন, আব্দুল কাদির চৌধুরী মুরাদ, জাকির হোসেন কয়েছ , খিজির হায়াৎ কাওছার, আহসানুল আম্বিয়া শোভন, শাহ বেলাল, বাতিরুল হক ।
এসভায় ডেইলি ইউকে বাংলা ডট কমের সম্পাদক ও ইউকে বাংলা টিভির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল কাদির চৌধুরী মুরাদ বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার নারী ক্ষমতায়নের প্রশংসা করে লন্ডনে নব নিযুক্ত প্রথম নারী হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ব্রিটেন প্রবাসীদের জন্য দেশের সাথে সম্পর্ক উন্নয়নের উপহার হিসেবে উল্লেখ করে, প্রবাসীদের সম্পৃক্ততার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়তে বিশেষ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সাঈদা মুনা তাসনিম হচ্ছেন যুক্তরাজ্যে বাংলাদেশের প্রথম নারী হাইকমিশনার। গত ৩০ নভেম্বর তিনি লন্ডনে হাইকমিশনার হিসেবে যোগদান করেন । এর ১২ দিনের মধ্যেই মতবিনিময়ে বসলেন লন্ডনের বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে । সভায় প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সাথে সম্পর্কের উন্নয়ন ও ব্রিটিশ মিডিয়ায় প্রজেটিভ বাংলাদেশকে তুলে ধরতে চান বলেও তিনি জানান।
More News from যুক্তরাজ্য
-
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভা ও নির্বাচন অনুষ্ঠিত
-
মুজিব বর্ষে লন্ডনে প্রথমবারেরমতো বঙ্গবন্ধু কাপ ক্যারম টুর্নামেন্টের উদ্বোধন
-
সিলেটে রায়হান হত্যার প্রতিবাদে লণ্ডনে ভয়েস ফর জাস্টিস ইউকের মানব বন্ধন
-
ব্রিটেন জুড়ে শাখা ও ফ্রাঞ্চাইজ দিতে বার্মিংহাম মিষ্টি দেশ এর সংবাদ সম্মেলন
-
বছরব্যাপী ৩০টি কর্মপরিকল্পনা নিয়ে মুজিববর্ষ পালন করবে, যুক্তরাজ্যেস্থ বাংলাদেশ হাই কমিশন
-
ব্যারিস্টার নোরা শরীফের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাজ্য যুব-মহিলালীগের স্মরন সভা