মার্চে সম্মেলন : বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির ইউকে’র ৪শতাধিক সদস্য সংগৃহিত

আব্দুল কাদির চৌধুরী মুরাদ।। বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির ইউকের সম্মেলনকে ঘিরে প্রবাসী বিয়ানীবাজার বাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ সদস্যপদ গ্রহনের শেষ দিন পর্যন্ত প্রায় চার শতাধিক নতুন সদস্য সংগৃহিত হয়েছে ।

৩০ ডিসেম্বর  রবিবার সদস্য পদ জমা দেয়ার  শেষ দিনে কার্যকরি কমিটির শেষ  সভা পূর্ব লন্ডনের স্টিফোর্ড কমিউনিটি সেন্টারে সমিতির সভাপতি জাহাঙ্গীর খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মাসুদ আহমদ এর পরিচালনায় অনুষ্টিত হয়।সভায় নতুন সদস্য পদ অনুমোদন সহ সম্মেলন এর ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় কার্যকরি কমিটির নেতৃবৃন্দের মধ্যে এসময় উপস্থিত  ছিলেন কোষাধ্যক্ষ কয়েছ আহমদ,উপদেষ্টা  একলাছ উদ্দিন জালাল,সাবেক সভাপতি হাফিজ নাজিম উদ্দিন,সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ  নাজিমুদ্দিন,সহ সাধারণ সম্পাদক সামছুল হক এহিয়া, আব্দুল কাদির চৌধুরী মুরাদ,মোং সওয়াফ উদ্দিন.আলী আহমদ বেবুল,মোজাহিদুল ইসলাম,দিলাল আহমদ,এমরান আহমদ,,আব্দুল হাকিম হাদী, সুলতান আহমদ।

সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত  ছিলেন আমিনুর রহমান সেলিম,জাকির হোসেন, কামরুল হোসেন মুন্না,মুজিব রহমান,আতাউর রহমান আবু,আলীম উদ্দিন,আকরম আলী এমাদ,ইকবালহোসেন,ময়নুল ইসলাম,মোং সুজন ও আরো অনেকে।

ব্রিটেনে এলাকাভিত্তিক প্রবাসীদের  প্রথম এসংগঠনটি গত ৩০ বছর থেকে স্থানীয় সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। আগামী মার্চ মাসে সংগঠনটির সম্মেলন হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x