‘দি সোসাইটি অব বৃটিশ বাংলাদেশ সলিসিটরস’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

বৃটেনে বাংলাদেশী বংশোদ্ভুত সলিসিটরদের শীর্ষ সংগঠন ‘দি সোসাইটি অব বৃটিশ বাংলাদেশ সলিসিটরস‘ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে লন্ডন, লুটন, ম্যানচেষ্টার, বার্মিংহাম, সাউথাম্পটন সহ বৃটেনের বিভিন্ন শহর থেকে বাংলাদেশী সলিসিটররা অংশ নেন। লন্ডনের অভিজাত আরবোর সিটি হোটেলে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব কারেন সংগঠনের সভাপতি এহসানুল হক। সংগঠনের সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন খালেদের প্রাণবন্ত সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পেট্রোন ইমিগ্রেশন বিচারক মোহাম্মদ বেলায়েত হোসাইন। তিনি বলেন, বৃটেনের বাংলাদেশী আইনজীবীরা একত্রিত হয়ে এই সংগঠনকে মূলধারার সংগঠনগুলোর মতোই পরিচালনা করে আসছে। ঐক্যবদ্ধ এই প্রয়াসে আগামী বৃটেনের তরুণ বাংলাদেশীরা আইন পেশায় নিজেদের আরো শীর্ষ অবস্থানে নিয়ে যেতে পারবে। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মোঃ শফিকুর রহমান, নিউহ্যাম কাউন্সিলের ডেপুটি স্পিকার ব্যারিষ্টার নাজির আহমেদ প্রমুখ। সংগঠনের বার্ষিক আর্থক প্রতিবেদন তুলে ধরেন সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ মাহাদী হাসান। বার্ষিক সাধারণ সভা শেষে সংগঠনের নতুন কমিটির নির্বাচিত করা হয়। এতে নির্বচান কমিশনার হিসেবে ছিলেন মাসুদ হুসাইন চৌধুরী, মোঃ নিজামুল হক, চৌধুরী মোহাম্মদ জিন্নাত আলী, মোহাম্মদ হালোন মিয়া হারুন, হেলাল মিয়। ‘দি সোসাইটি অব বৃটিশ বাংলাদেশ সলিসিটরস‘ এর নতুন কমিটির নির্বাচিত সদস্যরা হলেন – সভাপতি – এহসানুল হক, সহ সভাপতি- ফরিদা হাকিম, শাহ মিসবাউর রহমান, জহির মোহাম্মদ আসহাজ, আমেনা হক, সাধারণ সম্পাদক – দেওয়ান চৌধুরী মাহদী, যুগ্ম সম্পাদক – মোঃ মাহাদী হাসান, মোহাম্মদ নুরুল গাফফার, সাংগঠনিক সম্পাদক – মুনসাত হাবিব চৌধুরী কোষাধ্যক্ষ – মোহাম্মদ গণি উল্লাহ যুগ্ম কোষাধ্যক্ষ – মোহাম্মদ সরওয়ার কামাল শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক – মাহবুব আহমেদ সংস্কৃতি ও কমিউনিটি বিষয়ক সম্পাদক – মোঃ শহিদুল ইসলাম প্রকাশনা ও প্রচার বিষয়ক সম্পাদক – তাহমিনা কবির কার্যনির্বাহী সদস্য – গোলাম জিলানী মাহবুব, আব্দুল হালিম সরকার, নাসের খান, আতিকুল হক, মোঃ জাহাঙ্গীর আলম, হোসাইন মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ কাদের।

Leave a Reply

More News from যুক্তরাজ্য

More News

Developed by: TechLoge

x