টাওয়ার হ্যামলেট কাউন্সিলে হাইকমিশনার সাঈদা মুনার মতবিনিময়

ডেইলিইউকেবাংলাডটকম ।।  যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পীকার কাউন্সিলার আয়াস মিয়ার আমন্ত্রণে কাউন্সিল অফিসে মতবিনিময় করলেন । ৩১ জানুয়ারী বৃহস্পতিবার মালব্যারি প্লেসের স্পীকার পার্লারে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয় ।

সভায় হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বলেন, সিলেট – লন্ডন ডাইরেক্ট ফ্লাইট সহ প্রবাসী বাঙ্গালী কমিউনিটির যুক্তিক দাবী সমুহ আদায়ে হাইকমিশন কমিউনিটির সাথে নিয়ে কাজ করে যাবে। তিনি হাইকমিশনের সার্ভিস সমুহ সহজ ও গতিশীল করার ব্যাপারে তার পদক্ষেপ সমুহ তুলে ধরেন। তাছাড়া বৃটেনের বেড়ে ওঠা তরুন তরুণীদের তাদের শিকড়ের সাথে সংযোগ স্থাপনে হাইকমিশনের গৃহীত কর্মসূচি তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে কাউন্সিলার আয়াস মিয়া নব নিযুক্ত হাইকমিশনার সাঈদা মুনা তাসনীমকে বাঙ্গালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেট কাউন্সিলে স্বাগতম জানিয়ে বলেন, তার মেধা ও যোগ্য নেতৃত্বে দুই দেশের সেতুবন্ধন আরো কার্যকর ও শক্তিশালী হবে। বিশেষত পুনরায় সিলেট সিটি কর্পোরেশনের সাথে টাওয়ার হ্যামলেট কাউন্সিলের যৌথভাবে কাজ করার ব্যাপারে তার অগ্রণী ভূমিকা আশা করেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি, মুক্তিযোদ্ধের সংগঠক ও প্রবীণ কমিউনিটি নেতা “সিলেট – লন্ডন” ডাইরেক্ট ফ্লাইট বাস্তবায়নে দেরির সমালোচনা করে বলেন এয়ারপোর্ট সহ সর্ব ক্ষেত্রে প্রবাসীদের হয়রানী বন্ধ করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে।

স্পীকার আয়াস মিয়ার সভাপতিত্বে ও কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নুর (এমবিই) পরিচালনায়  সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটের মেয়র জন বিগস, যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশিকুন্নবী চৌধুরী, পলিটিকাল মিনিস্টার শ্যামল কান্তি চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুতান শরীফ, প্রেস মিনিস্টার আশিকুন নবী, যুক্তরাজ্য আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নইম উদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, শিল্প ও বানিজ্য সম্পাদক আসম মিসবাহ, যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাজিয়া স্নিগ্ধা ,ডেপুটি মেয়র আসমা বেগম কাউন্সিলার পিটার গোল্ড কাউন্সিলার আহবাব হোসেন, ওয়ানবাংলানিউজ ডটকমের বার্তা সম্পাদক এম আব্বাছ উজ জামান, স্পীকারের কনসর্ট আবুল হোসেন, কাউন্সিলার সাদ চৌধুরী, কাউন্সিলার ইভ ম্যাককুলাম।  এছাড়াও উপস্থিত ছিলেন ফারুক আহমদ, জাকির হোসেন কয়েস, রেজাউল করিম মৃধা, সামসুর সুমেল ও মাহমুদা মনি ও আরো অনেকে।

Leave a Reply

More News from যুক্তরাজ্য

More News

Developed by: TechLoge

x