টাওয়ার হ্যামলেটের ২টি ওয়ার্ডে উপ নির্বাচন:শ্যাডওয়েলে হারুন মিয়া ও ল্যান্সবারিতে রাজিব আহমদের জয়

ডেইলিইউকেবাংলাডটকমঃ লন্ডনের টাওয়ার হ্যামলেট কাউন্সিলের শ্যাডওয়েল ও ল্যান্সবারি ওয়ার্ডের উপ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে শ্যাডওয়েল ওয়ার্ডে সাবেক মেয়র লুৎফুর রহমান সমর্থিত আ্যস্পারের হারুন মিয়া এবং ল্যান্সবারি ওয়ার্ডে লেবার পার্টির রাজিব আহমদ বিজয়ী হয়েছেন।

৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে রাত দশটা পর্যন্ত চলে। তবে এই উপ নির্বাচনে গত স্থানীয় নির্বাচনের মতো ভোটার উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
উপ নির্বাচনে শ্যাডওয়েল ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন লেবার পার্টির আশিক রহমান, কনজারভেটিভ পার্টির ডারেল মার্টিন স্টাফোর্ড, লিবডেম পার্টির আবজল মিয়া, গ্রীন পার্টির টিম কেলী, ওমেন ইকিয়েলিটি পার্টির এলেনে সেবার্তিক, আ্যাস্পায়সর পার্টির হারুন মিয়া ও স্বতন্ত্র প্রার্থী কাজি মোহাম্মদ গৌছ মিয়া। এই ওয়ার্ডে ১০১২ ভোট পেয়ে বিজয়ী হন আস্পায়ারের হারুন মিয়া । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি লেবার পার্টির আশিক রহমান পান ৯১৪ ভোট। আর লিবডেমের আবজল মিয়া ৪৮৪ ভোট পেয়ে তৃতীয় হন। এই ওয়ার্ডে ভোটার উপস্থিতি ছিল ৩৫.৩৯ শতাংশ ।

ল্যান্সবারি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন লেবার পার্টির রাজিব আহমদ , কনজারভেটিভ পার্টির মমশাদ আফরোজ, লিবডেম পার্টির মোহাম্মদ আবুল আসাদ’ আ্যস্পাযারের অহিদ আহমদ, ইউকিপ থেকে পল, জন ডেভিড ও টেরেন্স ম্যাকগ্রানা। এই ওয়ার্ড থেকে ১৩০৮ ভোট পেয়ে কাউন্সিলার হিসেবে বিজয়ী হন রাজিব আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আ্যস্পায়ারের অহিদ আহমদ পান ১০০২ ভোট । আর ২৯০ ভোট পেয়ে তৃতীয় হন লিবডেম পার্টির আবুল আসাদ। এই ওয়ার্ডে ভোটার উপস্থিতি ছিল ২৬.৫১ শতাংশ ।
এই উপ নির্বাচনের মাধ্যমে সাবেক মেয়র লুৎফুর গ্রুপের হারুন মিয়া তার হারানো আসন ফিরে পেলেন। আর টাওয়ার হ্যামলেটের রাজনীতিতে আগামী দিনগুলিতে লেবার পার্টির সাথে লুৎফুর সমর্থক আ্যস্পারের প্রতিদ্বন্দ্বিতার আভাস স্পস্ট হলো।

উল্লেখ্য শ্যাডওয়েল ওয়ার্ডে লেবার পার্টির কাউন্সিলার রুহুল আমিন এবং ল্যান্সবারি ওয়ার্ডে একই দলের মোহাম্মদ হারুন সম্প্রতি ব্যক্তিগত অজুহাতে পদত্যাগ করলে শুন্য দুই ওয়ার্ডে কাউন্সিল কর্তৃপক্ষ এই উপ নির্বাচনের ঘোষণা দেন।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x