জালালবাদ ফাউন্ডেশন ইউকে গঠিত (ইউকেবাংলা টিভি নিউজ সহ)

আব্দুল কাদির চৌধুরী মুরাদ।।  বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরো অগ্রসর করতে সহায়তা করা, প্রবাসে ও দেশে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসাবে গড়ে তোলা, বাংলা সাহিত্য এবং সংস্কৃতির প্রতি আকৃষ্টসহ বিভিন্ন  কর্ম পরিকল্পনা নিয়ে  গঠিত হলো  সামাজিক সংগঠন “জালালবাদ ফাউন্ডেশন ইউকে”।

১৩ই ফেব্রুয়ারি পূর্বলন্ডনের ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে এক সভায় “জালালবাদ ফাউন্ডেশন ইউকে”র আত্মপ্রকাশ ঘটে। বিলেতে বসবাসরত সিলেট বিভাগের চার জেলার প্রবাসীদের নিয়ে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে এ সংগঠনের  যাত্রা শুরু হয়। সভায়  দেওয়ান গৌস সুলতানকে আহ্বায়ক,আব্দুল বাছিরকে সদস্য সচিব, সরোয়ার হুসেন খানকে অর্থ সচিব ও বাকীদের সদস্য করে এ আহ্বায়ক কমিটি গঠিত হয়।

এসভায় প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব শামস উদ্দিন খান, প্রধানবক্তা হিসেবে যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন, শ্রী রবিন পাল, মোহাম্মদ শামীম আহমদ, সায়েদ আহমদ সাদ, বাবুল হোসেইন, আলতাফুর রহমান চৌধুরী মিতা, আব্দুল কাদির চৌধুরী মুরাদ, আহবাব মিয়া, জামাল খান, নুরুল হক, মিসবাহ রহমান, শামস উদ্দিন শামস, অজি উদ্দিন, মোছাদ্দেক কামালী, আসুক আহমদ আসুক, জুয়েল রাজ্, মিসবাহ মাসুম, জামান, আহমদ, তমিজুর রহমান রনজু ও আরো অনেকে।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x