iON Tv তে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট, আজ পিঠা মেলা
ডেইলিইউকেবাংলাডটকম ।। গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের কার্যক্রম এবং প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে iON Tv তে বিশেষ অনুষ্ঠান করা হয়েছে। প্রবাসে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও উন্নয়নমূলক সংগঠনের কার্যক্রম তুলে ধরা হয় ইভেন্টস ওন’ অনুষ্ঠানে । এর ধারাবাহিকতায় নিয়ে ইভেন্টস ওন’এ গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের বিষয়াদি তুলে ধরা হয়। সে সাথে ১৭ ফেব্রুয়ারি সংগঠনটির আয়োজনে পিঠা মেলার বিভিন্ন দিকও তুলে ধরা হয়।
আব্দুল কাদির চৌধুরী মুরাদের উপস্থাপনায় অনুষ্ঠানে এসময় ট্রাস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ আব্দুল বাছিত, সহ-সভাপতি জহির হোসেন গৌছ, সাধারণ সম্পাদক আনোয়ার শাহজাহান ও কোষাধ্যক্ষ বদরুল আলম বাবুল।অনুষ্ঠানটি iON Tv স্কাই ৭৭৩ তে প্রচারিত হয় ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায়। এটা পুনঃ প্রচার করা হয় রাত সাড়ে ১২টায় এবং পরদিন বেলা দেড়টায়।
এদিকে আজ বেলা আড়াইটা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত Settles Street, London, E1 1JP তে কবি নজরুল প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের পিঠা মেলা। সেসাথে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে গান পরিবেশন করবেন ইনা খান, মিলন বিশ্বাস, সাইফুল উদ্দিন, দিলওয়ার হোসেন হীরা, অনুপ চক্রবর্তী, তানিম আহমেদ সহ বিলেতের অন্যান্য শিল্পীরা। পিঠা উৎসবে আরো থাকছে কবিতা আবৃত্তি, কৌতূক, গান ও মেহেদি অনুষ্ঠান। এ অনুষ্ঠানে আসার জন্য গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের পক্ষথেকে সকলকে আমন্ত্রণ জানিয়েছে ট্রাস্টের সাধারণ সম্পাদক আনোয়ার শাহজাহান।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী