৭৫’এর পরে ইতিহাসকে বিকৃত করা হয়েছে , প্রবাসী লেখিকা সিলভিয়া পণ্ডিত(With ukbangla tv news)
আব্দুল কাদির চৌধুরী মুরাদ ।। মার্কিন প্রবাসী বাঙালি লেখিকা সিলভিয়া পণ্ডিত বলছেন, ৭৫’এর পরে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। আমাদের দেশের ১টা অংশ জয়বাংলা বলতে চায়না। তারা যাতে দেশের ইতিহাস যেনে -পড়ে জয়বাংলাকে গ্রহণ করে নেয়।
২৮ ফেব্রুয়ারি লন্ডন বাংলা প্রেসক্লাব অফিসে বিশ্ববাংলা ফাউন্ডেশনের এর উদ্যেগে এক সম্বর্ধনা ও মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘দ্য সাইলেন্ট টিয়ার্স’এবং অন্যান্য বইয়ের লেখিকা সিলভিয়া পন্ডিত এমন কথা বলেন।
সংগঠক আনসার আহমেদ উল্লাহ র সভাপতিত্বে ও সাংবাদিক শাহ মুস্তাফিজুর রহমান বেলালের পরিচালনায় তিনি তাঁর শৈশব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি এবং কিভাবে ইতিহাস বিকৃত হয়েছিল সে সম্পর্কে কথা বলেন । বিশেষ অতিথির বক্তব্যে সৈয়দ বদরুল আহসান, এশিয়ান এইজ এর এডিটর ইন চার্জ, বইটির পর্যালোচনায় আমাদের মুক্তির ইতিহাস সম্পর্কে লেখার জন্য সিলেভিয়া পণ্ডিতের প্রশংসা করেন এবং ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণও তথ্যও দেন। সাবেক কাউন্সিলর সোনাহর আলী সিলভিয়া পান্ডিতকে পরিচয় করিয়ে দেন। তিনি যুক্তরাষ্ট্রে বেশ কবছর ধরে স্থায়ীভাবে বসবাস করছেন। লেগাটো ইভেন্ট নামে এক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িতও আছেন। ছোট ছোট বাঙালি শিশুদের নিয়ে তিনি প্রোগ্রাম করেন ওদেরকে বাংলাদেশ এবং বাংলাদেশের ইতিহাস জানাবার জন্য । এছাড়াও তিনি আমেরিকার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও জড়িত আছেন। সিলভিয়া তার বক্তব্যে বলেন, এমন একটি সময় ছিল যখন জয় বাংলা বা বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যেতো না । তিনি প্রশ্ন তুলেন কিভাবে আমরা ঐতিহাসিক ঘটনাকে অস্বীকার করতে পারি। তিনি বলেন এই জন্যেই তিনি বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানানোর জন্য পরবর্তী প্রজন্মের বাঙালি তরুণদের সাথে কাজ করার জন্য অংগীকার করেছেন। সিলভিয়া পান্ডিতএর বক্তব্যে এর পরে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন এন এন বি র প্রতিনিধি মতিয়ার চৌধুরী, সত্যবাণীর সম্পাদক সৈয়দ আনাস পাশা, বেতারবাংলার আনিসুর রহমান আনিস, ফটোগ্রাফার খালিদ হোসাইন, বাংলাপোস্ট এর সালেহ আহমেদ,অনলাইন সাংবাদিক আহাদ চৌধুরী বাবু,সাংবাদিক শোভন, এন টি ভির মাসুদ, আইওন টিভির আব্দুল কাদির চৌধুরী মুরাদ, সমাজকর্মী আহমেদ ফকর কামাল, প্রেস ক্লাবের নাজমুল হোসাইন, জগন্নাতপুর টাইমস এর শাহেদ রহমান, লেখক মেহেদী হাসান, স্বদেশ বিদেশের বতিরুল হক , রুমি হক, চলচ্চিত্রকার রুহুল আমিন, অভিনেতা স্বাধীন খসরু, রাজনীতিবিদ হোসনেয়ারা মতিন, ফেইথ এর শাহেদ আহমেদসহ আরও অনেকে। কাউন্সিলর রাজীব আহমেদএর সমাপনী বক্তব্যের মাদ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘটে। সিলভিয়া পান্ডিত এর প্রথম বই দি ডেকেড্স মার্কিন যুক্তরাষ্ট্র ২০১৭ সালে প্রকাশিত হয়। দ্বিতীয় বইটি কবিতার “আপনার কাছে ফেরা”, তৃতীয় বই “তুমি রবে নিরবে “, চতুর্থ বই উপন্যাস “আলিশার চোখে জল “ এবং পঞ্চম বই একাত্তরে স্মৃতিচারণ ‘দি সাইলেন্ট টিয়ারস’। তাছাড়া এবারের বইমেলায় তার একটা কবিতার বই ও ছোট গল্পের সংকলন বেরিয়েছে।
More News from যুক্তরাজ্য
-
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভা ও নির্বাচন অনুষ্ঠিত
-
মুজিব বর্ষে লন্ডনে প্রথমবারেরমতো বঙ্গবন্ধু কাপ ক্যারম টুর্নামেন্টের উদ্বোধন
-
সিলেটে রায়হান হত্যার প্রতিবাদে লণ্ডনে ভয়েস ফর জাস্টিস ইউকের মানব বন্ধন
-
ব্রিটেন জুড়ে শাখা ও ফ্রাঞ্চাইজ দিতে বার্মিংহাম মিষ্টি দেশ এর সংবাদ সম্মেলন
-
বছরব্যাপী ৩০টি কর্মপরিকল্পনা নিয়ে মুজিববর্ষ পালন করবে, যুক্তরাজ্যেস্থ বাংলাদেশ হাই কমিশন
-
ব্যারিস্টার নোরা শরীফের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাজ্য যুব-মহিলালীগের স্মরন সভা