আলাউদ্দিন সুইটস এখন মেনরপার্কস্থ হাইস্ট্রীট নর্থ
আব্দুল কাদির চৌধুরী মুরাদ ।। বাংলাদেশী ঐতিহ্যের সুস্বাদু মিষ্টি আলাউদ্দিন সুইটসের স্থান পরিবর্তন হয়েছে। প্রতিষ্ঠানটি ব্রিকলেইন থেকে মেনরপার্কস্থ ৪১৮ হাইস্ট্রিট নর্থে নতুন করে উদ্বোধন করা হয়েছে।
১২ এপ্রিল শুক্রবার নতুন আঙ্গিকের এ দোকানটির আনুষ্ঠানিক উদ্ভোধন করেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকশিনার সাঈদা মুনা তাসনিম । এসময় হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ ছাড়াও লেখক সাংবাদিক ইসহাক কাজল, প্রতিষ্ঠানের কর্ণধার সাদেক মাসুদ, জেনারেল ম্যানেজার ফয়েজ খানসহ স্থানীয় ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রতিষ্ঠানের কর্ণধার সাদেক মাসুদ বলেন, দীর্ঘ ২৫ বছরের পুরোনো আমাদের আলাউদ্দিন আবার নতুন আঙ্গিকে নতুন সাঝে ইস্টহ্যামে হাইস্ট্রিট নর্থে, আমরা নতুনভাবে জনসাধারণের জন্য আবারো খুলেছি। ইনশা-আল্লাহ নতুনত্ব, নতুন স্বাদের মিষ্টি পাবেন।আলাউদ্দিন এখন আপনাদের দ্বারপ্রান্তে, হাতের কাছে, আপনারা আসুন আমাদের আইটেম পরখকরে দেখুন।
জেনারেল ম্যানেজার ফয়েজ খান বলেন, আলাউদ্দিন মিষ্টি লন্ডনের ঐতিহ্য ধারণ করে দীর্ঘ ২৫ বছর হয়ে গেলো , অনেকদিন ব্রিকলেনে থাকার পর ইস্টহ্যামের নর্থে নতুন উদ্যমতা নিয়ে যাত্রা। গ্রাহকের চাহিদা পূরণে মুখরোচক বাংলার কৃষ্টি, আলাউদ্দিনের মিষ্টি আমরা তুলে ধরবো।
পূর্ব লন্ডনের বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত পরিচিত মিস্টির এপ্রতিষ্ঠানটির নতুন করে উদ্ভোধন উপলক্ষে মিস্টি জাতীয় নিত্য নতুন বাহারি আইটেমে বিশেষ মূল্য ছাড়া দেয়া হয়েছে। আসন্ন রমজান মাসেও রোজাদারদের কথা বিবেচনা করে একাদিক ব্যতিক্রমী ইফতার আইটেমের মিস্টি রাখা হবে। নিজস্ব কারখানায় প্রস্তুতকৃত মিষ্টি দ্রব্যের খাবারের স্বাদ নিতে সকল ক্রেতাদের প্রতি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।
উদ্ভোধন পূর্ব প্রতিষ্ঠানের ব্যবসার সফলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও করা হয়।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী