সাইফুর রাজা চৌধুরীর বাবার ইন্তেকাল, ইউকেবাংলা পরিবারের শোক
ডেইলিইউকেবাংলাডটকমঃ ব্রিটেনে বাংলাদেশী সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্য অঙ্গনের পরিচিতমুখ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য সাইফুর রাজা চৌধুরী পথিকের বাবা আলহাজ্ব গৌছ আহমদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
যুক্তরাজ্যের বার্মিংহাম প্রবাসী প্রবীণ মুরব্বী, সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর নিবাসী আলহাজ্ব গৌছ আহমদ চৌধুরী ২৭ এপ্রিল বেলা দেড়টায় বার্মিংহামের হার্টল্যান্ডস হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৪ ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে ব্রিটেনে বাংলাদেশী সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্য অঙ্গনের পরিচিতমুখ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য সাইফুর রাজা চৌধুরী পথিকের বাবা আলহাজ্ব গৌছ আহমদ চৌধুরী ইন্তেকালে ডেইলিইউকেবাংলাডটকম পরিবারের পক্ষথেকে সম্পাদক প্রকাশক আব্দুল কাদির চৌধুরী মুরাদ গভীরশোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। সেসাথে মরহুম আলহাজ্ব গৌছ আহমদ চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে জান্নাতুল ফেরদৌস নসীবে মহান আল্লাহ রাব্বুল আল-আমীনের কাছে প্রার্থনা করেছেন।
More News from যুক্তরাজ্য
-
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভা ও নির্বাচন অনুষ্ঠিত
-
মুজিব বর্ষে লন্ডনে প্রথমবারেরমতো বঙ্গবন্ধু কাপ ক্যারম টুর্নামেন্টের উদ্বোধন
-
সিলেটে রায়হান হত্যার প্রতিবাদে লণ্ডনে ভয়েস ফর জাস্টিস ইউকের মানব বন্ধন
-
ব্রিটেন জুড়ে শাখা ও ফ্রাঞ্চাইজ দিতে বার্মিংহাম মিষ্টি দেশ এর সংবাদ সম্মেলন
-
বছরব্যাপী ৩০টি কর্মপরিকল্পনা নিয়ে মুজিববর্ষ পালন করবে, যুক্তরাজ্যেস্থ বাংলাদেশ হাই কমিশন
-
ব্যারিস্টার নোরা শরীফের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাজ্য যুব-মহিলালীগের স্মরন সভা