বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউ’কের সম্মেলন সম্পন্ন : ছায়াদ সভাপতি, আহাদ সাধারন সম্পাদক, পাবলু কোষাধ্যক্ষ
আব্দুল কাদির চৌধুরী মুরাদ।। ব্রিটেনের প্রবীণতম সামাজিক সংগঠন বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউ’কের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন ২০১৯ সম্পন্ন হয়েছে।
২৯ এপ্রিল সোমবার পূর্ব লন্ডনের এনসাইন ইয়ুথ ক্লাবে সমিতির সভাপতি জাহাঙ্গীর খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মাসুদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আশফাকুর রহমান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সভাপতি জাহাঙ্গীর খান,বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক এম মাসুদ আহমদ ও আর্থিক রিপোর্ট পেশ করেন কোষাধক্ষ্য কয়েছ আহমদ। এসময় সভা মঞ্চে উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ,সমিতির উপদেষ্টা রউফুল ইসলাম, মুহিবুর রহমান মুহিব, শাহাব উদ্দিন চঞ্চল, হাজী আব্দুল কাদির, বদরুজ্জামান বদর ও ইকবাল হোসেন খান।
এতে আলোচনায় অংশগ্রহন করেন, মোহাম্মদ নাজিমুদ্দিন, আব্দুল কাদির চৌধুরী মুরাদ, লুৎফুর রহমান ছায়াদ, আফসার খান সাদেক,দেলোয়ার হোসেন দিলু, সুলতান আহমদ, আব্দুল হাকিম হাদি, এমরান আহমদ, দিলাল আহমদ ও আরো অনেকে । সম্মেলন পর্বে সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব রউফুল ইসলাম। এসময় সংগঠনের সাংবিধানিক বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার নঈম উদ্দিন রিয়াজ, মুহিবুর রহমান মুহিব, শাহাব উদ্দিন চঞ্চল। পরিশেষে কমিশন লুৎফুর রহমান ছায়াদকে সভাপতি, আব্দুল আহাদকে সাধারণ সম্পাদক ও জইন উদ্দিন পাবলুকে কোষাধ্যক্ষ করে ৮১ সদস্য বিশিষ্ট ২০১৯-২০২১ সালের নতুন কমিটি ঘোষনা করা হয়।
সভায় নির্বাচন কমিশনার নঈম উদ্দিন রিয়াজ, মুহিবুর রহমান মুহিব, শাহাব উদ্দিন চঞ্চল, আলহাজ্ব রউফুল ইসলাম একটি সার্বজনীন কমিটি উপহার দেয়ায় ও সাবেক সভাপতি জাহাঙ্গীর খান এবং সাধারণ সম্পাদক এম মাসুদ আহমদের বলিষ্ঠ নেতৃত্বে দীর্ঘদিন সুচারুভাবে সমিতি পরিচালিত হওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করা হয়।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী