যুক্তরাজ্যে জগন্নাথপুর পাইলগাঁও বিএন হাইস্কুলের শতবর্ষ উদ্যাপন কমিটি গঠিত
ডেইলিইউকেবাংলা।। যুক্তরাজ্যে বসবাসরত ঐতিহ্যবাহী পাইলগাঁও বিএন হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে স্কুলের শতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে শতবর্ষ উদ্যাপন কমিটি গঠন করা হয়েছে। ২৩ এপ্রিল পূর্ব লন্ডনের ফরেষ্টগেইটস্থ একটি ব্যাংকুয়েটিং হলে স্কুলের প্রাক্তন ছাত্র আলহাজ্ব কুতুব উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভা পরিচালনা করেন মহিব চৌধুরী।
আলাউর রহমানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত এই অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভায় সর্বসম্মতিক্রমে মহিব চৌধুরীকে চেয়ারম্যান, আজিজুর রহমান দারাকে সেক্রেটারী, ফজতুল ইসলাম ফজলকে ট্রেজারার, আকবর হোসেনকে পাবলিসিটি সেক্রেটারী, কুতুব উদ্দিন জুয়েলকে কালচারাল সেক্রেটারী মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা পাইলগাঁও বিএন হাইস্কুলের শতবর্ষ উদ্যাপন সফল করতে যুক্তরাজ্যে বসবাসরত সকল সাবেক শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে যাদেরকে মনোনীত করা হয় তারা হলেন: সিনিয়র ভাইস চেয়ার – আলাউর রহমান, সহ-সভাপতি – সৈয়দ আলতাব মিয়া ছায়াদ, ফারুক মিয়া, জয়েন্ট সেক্রেটারী – নুরুল হক দলু ও সাহেব আলী, জয়েন্ট ট্রেজারার – মান্না দে, জয়েন্ট পাবলিসিটি সেক্রেটারী – আব্দুল আহাদ, জয়েন্ট কালচারাল সেক্রেটারী আমির হোসেন কাতল।
মতবিনিময় সভাকে সফল করতে যারা সহযোগিতা করেছেন বিশেষ করে আপ্যায়নের জন্য মুহিব উদ্দিনকে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী