দেশে ধর্ষণ, যৌন নির্যাতন ও হত্যার প্রতিবাদে লন্ডনে মানববন্ধন

আব্দুল কাদির চৌধুরী মুরাদ, লন্ডন।।  শিশু ও নারীর জন্য জনবান্ধব ও নিরাপদ বাংলাদেশ গড়তে  এক মানববন্ধনের আয়োজন করা হয় পুর্ব লন্ডনের আলতাব আলী পার্কে।

৪ঠা মে অনুষ্ঠিত এমানববন্ধনে  সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসালয় সহ সর্বস্তরে আশংকা জনক ভাবে শিশু ও নারী ধর্ষণ, যৌন নির্যাতন, হত্যা বৃদ্ধি পেয়েছে। একই ভাবে সামাজিক অবক্ষয় বৃদ্ধি সহ কমছে, দেশব্যাপী নারী ও শিশুর সামাজিক নিরাপত্তা এমনকি স্বাধীনভাবে নিরাপদ চলাচলের সুযোগ।

মানববন্ধনে বাংলাদেশে সামাজিক, সাংস্কৃতিক আন্দোলন জোড়দার করা সহ, মাদ্রাসা ও স্কুলের কারিকুলাম পরিবর্তন আনা সহ ১০ দফা দাবীতে তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে বলে ও আয়োজকরা জানান।

এমানববন্ধনটি  ছিল  লন্ডনের ২৪ টি অরাজনৈতিক এবং সামাজিক ,সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত  পদক্ষেপ।  সংগঠনগুলো  প্রিয় জন্মভুমির ভবিষ্যৎ প্রজন্ম ও নারীকে রক্ষায় বিদেশের মাটি থেকে কাজ করে যেতে চায় বলে আশাবাদ ব্যক্ত করে।

এতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ,সেভ ইনোসেন্স এর কর্নধার ও মডেল জেরিন আহমেদ স্মৃতি, লেডিস ক্লাব ইউকে এ্যান্ড ইউরোপের প্রতিষ্ঠাতা ও কলামিষ্ট হাসিনা আখতার, এ্যাডওয়ার্কসের কর্নধার ও নির্মাতা মিনহাজ কিবরিয়া এবং লিপি হালদারের উদ্যোগে সেক্যুলার বাংলাদেশের সভানেত্রী পুষ্পিতা গুপ্তা, সেক্রেটারী অতীশ সাহা,সংগীত শিল্পী সৈয়দা নাসিম কুইন, বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাষ্ট এর সভানেত্রী কাউন্সিলর আয়েশা চৌধুরী, নারী দিগন্তের কালচারাল সেক্রেটারি মুনজেরিন রশীদ, ফেরদৌসী লিপি সাংগঠনিক সেক্রেটারী, মহিলা অংগনের প্রতিনিধি ঝর্না চৌধুরী, বাংলাদেশী টিচার্স এসোসিয়েশন ইউকের সেক্রেটারি সিরাজুল বাসিত চৌধুরী, ফ্যাশন ডিজাইনার সাঈদা চৌধুরী, আইনজীবি ইউসুফ মঞ্চশৈলীর প্রধান জিয়াউর রহমান সাকলেন, বিশ্বসাহিত্য কেন্দ্র ইউকের প্রতিনিধি হিমু এম হূসেইন, রিডার্স এ্যান্ড রাইটার্স গ্রুপের প্রতিনিধি কবি আফসানা আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট (ইউকে) পক্ষে চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত, সাংগঠনিক সম্পাদক জেনিফার সারোয়ার লাক্সমী, হ্যোয়াইট পিজিওন ইন্টারন্যাশনালের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন, ব্রিটিশ বাংলাদেশি উইমেন ফোরাম ইউকের সেক্রেটারি লুনা সাবিরা, অঞ্জনা আলম, হিউম্যান রাইটস এ্যাক্টিভিষ্ট তাসনুভা ফেরদৌসী, মোহাম্মদ দীপ, সহ অ্যাক্টিভিস্ট সেলিম আহমেদ, বাংলাদেশের তারকা আমান রেজা, আবৃত্তিশিল্পী ফেরদৌসি আসমা জুল্ফিকার, শতরুপা চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বাতিরুল হক সরকার, নজরুল ইসলাম, ইয়াসমিন আক্তার ও আরো অনেকে।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x