লন্ডনে বিশ্বনাথ এইডের ইফতার মাহফিল : দেশে ১হাজার দারিদ্রকে ইফতারের উদ্যোগ
ডেইলিইউকেবাংলা।। চ্যারিটি সংগঠন বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে পথচারী, হতদরিদ্র ও কর্মজীবিসহ ১হাজার মানুষকে ইফতার করানোর উদ্যোগ নেয়া হয়েছে। গত ৮ মে বুধবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে বিশ্বনাথ এইড ইউকের ইফতার মাহফিল থেকে এই প্রশংসনীয় উদ্যোগ নেয়া হয়। এতে রমজানের শেষ ১০দিনের প্রতিদিন বিশ্বনাথ থানা সদরে ১শ জন রোজাদারের মধ্যে ইফতার প্যাকেট প্রদান করা হবে।
সভায় বিশ্বনাথের দারিদ্র বিমোচনে সকল সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।
সংগঠনের সভাপতি আব্দুর রহিম রঞ্জুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাকির হোসেন কয়েছ এর পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার আয়াস মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউহাম কাউন্সিলের ডেপুটি চেয়ার ব্যারিস্টার নাজির আহমদ, কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী, কাউন্সিলার শাহ সোহেল আমিন, বিশ্বনাথ এইড ইউকের সাবেক সভাপতি মিসবাহ উদ্দিন, খালেদ খান, কমিউনিটি নেতা আবুল কালাজ আজাদ, আফছর মিয়া ছোট মিয়া, শাহনূর আহমদ খান।
সংগঠনের ট্রাস্টি আবুল কালামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় রামাদ্বানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা পেশ করেন মাওলানা নাসির উদ্দিন। পরে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ ড. মুজিবুর রহমান, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের ট্রেজারার আজম খান, যুগ্ম সম্পাদক আখলাকুর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়ন ট্রাস্টের সাধারন সম্পাদক গোলজার খান, বিশ্বনাথ এইড ইউকের ট্রেজারার বখতিয়ার খান, ট্রাস্টি আব্দুল বাছিত রফি, সাব্বির আহমদ, মোহাম্মদ ছোবহান, শাহ সোপন, ফারুক মিয়া, আব্দুল হামিদ টিপু, কমিউনিটি নেতা ফারুক মিয়া, বিশ্বনাথ এইড ইউকের লাইফ মেম্বার ওয়াহিদ আলী, মদরিছ আলী মফজ্জুল, আখলুছ মিয়া, দৌলত হোসেন, নূরুল ইসলাম, কামাল হোসেন, আব্দুল মালিক, সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, রেজাউল করিম মৃদা, আফসার উদ্দিন ও আরো অনেকে ।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী