লন্ডনে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আব্দুল কাদির চৌধুরী মুরাদ।। সরকারি সফরে যুক্তরাজ্যে এসে পৌছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট।
প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি লন্ডনের স্থানীয় সময় শুক্রবার বিকাল ৩টা ৫৫ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান বন্দর থেকে সরাসরি সেন্ট্রাল লন্ডনের তাজ হোটেলে এসে পৌঁছান। জানা গেছে যুক্তরাজ্যে অবস্থানকালীন এই হোটেলে থাকবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ২০ জুলাই লন্ডনে আয়োজিত ইউরোপের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে যোগ দেবেন।
এদিকে প্রধানমন্ত্রী কে স্বাগত জানাতে সেন্ট্রাল লন্ডনে তাঁর হোটেলের সামনে যুক্তরাজ্য আওয়ামীলীগের নেতৃত্বে প্রায় তিন শতাধিক আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও প্রবাসীরা বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে জড়ো হন।তারা নেত্রীকে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।
এসময় হোটেল লবিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব জালাল উদ্দিন, অধ্যাপক আবুল হাশেম, সৈয়দ মোজাম্মেল আলী, আনোয়ারুজ্জামান চৌধুরী ও আরো অনেকে ।

Leave a Reply

More News from যুক্তরাজ্য

More News

Developed by: TechLoge

x