ভাইস প্রিন্সিপাল সফিক উদ্দিন লন্ডনে সংবর্ধিত
আব্দুল বাছির : গোলাপগঞ্জ উপজেলার বিদ্যাপীঠ ঢাকাদক্ষিণ বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ভাইস প্রিন্সিপাল সফিক উদ্দিন লন্ডনে সংবর্ধিত হয়েছেন।
১৯ আগস্ট সোমবার স্থানীয় একটি কমিউনিটি হলে যুক্তরাজ্যে বসবাসরত ঢাকাদক্ষিণ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
কলেজের প্রাক্তর ছাত্র আলাউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন সাবেক ছাত্র রেদওয়ান আহমদ।
প্রাক্তন ছাত্র আব্দুল বাছির এর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন ও উপস্থিত ছিলেন ফারুক আহমদ, আবজল হোসেন, মাহমুদুর রহমান শানুর, আহমদ হোসেন খান শামীম, মোস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল,মো: তাজুল ইসলাম,শামীম আহমদ, হেলাল আহমদ, সাবেক ভিপি তৌফিক আহমদ,সাবেক জিএস রুমান আহমদ চৌধুরী,রায়হান উদ্দিন, লিকন আহমদ, ছালেহ আহমদ, নুরুল ইসলাম,নজরুল ইসলাম, ময়েজ উদ্দিন, রওশন জাহান,সাবেক জিএস সাহাদত হোসেন সায়েম,রায়হান ইসলাম, শোয়েব আহমদ, সাবলু আহমদ, জিয়াউল ইসলাম জিলা,বদরুল আলম বাবুল, শাহ আলম কাশেম, আয়েশা বেগম, সাব্বির আহমদ, মোহাম্মদ আজু,সালেহ আহমদ, শাহীন আহমদ, সোহেল আহমদ ও আরো অনেকে ।
অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করেন, প্রাক্তন শিক্ষার্থী রওশন জাহান, আয়েশা বেগম, তাজুল ইসলাম ও তৌফিক আহমদ।অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির হাতে প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
More News from কমিউনিটি
-
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষ্যে লন্ডনে সভা
-
শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হলেন বাংলাদেশি শিক্ষার্থী
-
“বীর মুক্তিযোদ্ধা” পরিচিতিটা একান্ত নিজেদের বলে দাবি জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা
-
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
লন্ডন বাংলা প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টির উদ্বোধন: একটি স্বপ্নের বাস্তবায়ন
-
যুক্তরাজ্যে চারখাই থানা বাস্থ্যবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউ’কে গঠিত
-
লণ্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন: সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবী