ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র অভিষেক অনুষ্ঠিত

আব্দুল কাদির চৌধুরী মুরাদ ।। ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের অধিকারী ঢাকাদক্ষিণ অতীতের মত আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমাদের এই ধারাকে সমুন্নত রাখতে আরো ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

গত ২০ অক্টোবর রবিবার দুপুর ২ ঘটিকার সময় পূর্ব লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংগঠনের নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, দীর্ঘ ১৭ বছর থেকে ঢাকাদক্ষিণ এলাকার শিক্ষা ও মানবকল্যাণে সংগঠনটি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমাদের কাংখিত সুফল ভোগ করতে হলে ভবিষ্যতেও ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। নতুন কমিটির নেতৃবৃন্দরা ঢাকাদক্ষিণ এলাকার উন্নয়নে সকলের সাহায্যে, সহযোগিতা এবং অংশগ্রহণ আহবান জানান।

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের ২০১৯-২০২১ সালের জন্য নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ নুর উদ্দিন শাহনুর। জেনারেল সেক্রেটারি ইয়ামিন রুহুল হোসেন দিদার এবং এসিসটেন্ট জেনারেল সেক্রেটারি আব্দুল বাছিরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেন মাওলানা নজরুল ইসলাম। তিনি এ সময় ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার যে সকল সদস্য মৃত্যুবরণ করছেন তাদের এবং ঢাকাদক্ষিণ এলাকার সদা মৃত্যুবরণকারী সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।

পরে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ নুর উদ্দিন শাহনুর এবং সংগঠনের অতীত কার্যক্রম তুলে ধরেন জেনারেল সেক্রেটারি ইয়ামিন রুহুল হোসেন দিদার।

সভায় উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, ডেপুটি স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন এবং কাউন্সিলার রাবিনা খান।

অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেন নির্বাচন কমিশনার শামীম আহমদ। এছাড়াও অনুষ্ঠানে ২৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন সংগঠনের জেনারেল সেক্রেটারি ইয়ামিন রুহুল হোসেন দিদার। পরে উপদেষ্টা কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন তছউর আলী মাস্টার, আতাউর রহমান আঙ্গুর মিয়া, এমরান চৌধুরী, দেলোয়ার হোসেন লেবু, আমিনুর রশিদ খান ও আরো অনেকে ।

নব নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ সভাপতি দেওয়ান নজরুল ইসলাম, মাহমুদুর রহমান শানুর, মোঃ তাজুল ইসলাম এবং দেলোয়ার আহমদ শাহান, এসিসটেন্ট জেনারেল সেক্রেটারি কাওছার আহমদ জগলু, ট্রেজারার শামীম আহমদ, এসিসটেন্ট ট্রেজারার জুবায়ের সিদ্দিকী, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি আনোয়ার শাহজাহান, সাংগঠনিক সম্পাদক রেদওয়ান হোসেন রেজা, মেম্বারশিপ সেক্রেটারি মোঃ মুকিতুর রহমান, ইসি মেম্বার আব্দুল লতিফ নিজাম, শাহরিয়ার আহমদ সুমন, কামরুল ইসলাম, মোঃ আজিজুর রহমান এবং সাধারণ সদস্য তানভীর শাহজাহান।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন জনপ্রিয় কন্ঠ শিল্পী নুরজাহান শিল্পী, শাহনাজ সুমী, সাবেক সাধারন সম্পাদক রুহুল কুদ্দুস জুনেদ এবং মামুনুর রশিদ খান টেনু।

অভিষেক অনুষ্ঠানে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার সাবেক নেতৃবৃন্দ সহ সংগঠনের প্রায় দু’ শতাধিক সদস্য, এসোসিয়েট সদস্য সহ গোলাপগঞ্জের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x