কাগজপত্রহীন অভিবাসীদের বৈধতার দাবিতে সুজান এমপির কাছে স্মারকলিপি প্রদান

রাজু আহমেদ, বার্মিংহাম থেকে।।  যুক্তরাজ্যের বার্মিংহামের স্টারব্রীজ এলাকা থেকে নির্বাচিত এমপি সুজান ওয়েব‘র সাথে সাক্ষাৎ করেছে একটি ক্যাম্পেইন গ্রূপ। বার্মিংহাম থেকে শুরু হওয়া এ  ক্যাম্পেইন গ্রূপের  পক্ষ থেকে   বৈধ কাগজপত্রহীন যারা ব্রিটেনে আছে তাদের বৈধতা দেয়ার এমনেস্টির বিষয়টি সংসদের উত্থাপন করার জন্য অনুরোধ জানানো হযেছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় ব্রিটেনে দীর্ঘদিন যাবত বৈধ কাগজপত্র ছাড়া বসবাসকারী অভিবাসীরা বৈধতা পেলে সরকারি কোষাগারে আর্থিক ভূমিকা ছাড়াও রেস্টুরেন্ট সেক্টরের দক্ষ স্টাফ সংকট লাঘবে সহায়ক ভূমিকা রাখবে।

অত্যন্ত আন্তরিকভাবে স্মারকলিপিটি গ্রহণ কালে  সুজান ওয়েব এমপি বলেন, তিনি বাংলাদেশি কমিউনিটির অনুরোধের ভিত্তিতে এমনেস্টির বিষয়টি ব্রিটিশ পার্লামেন্টে শীঘ্রই উপস্থাপন করবেন ।

উল্লেখ্য বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ২০০৮ সালে লন্ডন মেয়র থাকাকালীন সময় থেকে বৈধকাগজপত্রহীন অভিবাসী যারা দীর্ঘদিন ধরে বসবাসকারী তাদের এমনেস্টির মাধ্যমে বৈধতা দেয়ার পক্ষে মত প্রকাশ করেন ।

তিনি প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে তার প্রথম দিনেই রূপা হক এমপির এমনেস্টির বিষয়ের প্রশ্নের জবাবে তার আগের অবস্থানই নিশ্চিত করেছেন ।

সুজান ওয়েব এমপির সাথে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, হাজী কবির উদ্দিন, ওয়াসিমুজ্জামান ও অন্যান্যরা । মূল বক্তব্য উপস্থাপন করেন সাংবাদিক রাজু আহমেদ ।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x