লন্ডনে শতবর্ষী কাসা বিবির ইন্তেকাল, আজ জানাজা

ডেইলিইউকেবাংলা।। পূর্বলন্ডনের ডকল্যান্ড’য়ে বসবাসরত শতবর্ষী কাসা বিবি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছরের উপরে । কাসা বিবি গতকাল মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিটে লন্ডনের ডকল্যান্ডস্থ  নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।

কাসা বিবির দেশের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাতপুর থানার আটঘর গ্রামে।

মরহুমা কাসা বিবির জানাজার নামাজ আজ বুধবার বিকেল ৩ টার সময় পূর্বলন্ডনের মেনরপার্কস্থ  ফরেস্টগেট কবরস্তানে অনুষ্ঠিত হবে। পরে তাকে সেখানেই সমাহিত করা হবে।

মরহুমা কাসা বিবি হলেন,  বিবিসিসিআই’র মেম্বার ও লন্ডন মহানগর যুবলীগের প্রচার সম্পাদক আনোয়ার খানের দাদি।

পরিবারের পক্ষ থেকে মরহুমা কাসা বিবির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x