”গৌরবের ছাত্রলীগ-সিলেট” নামে গ্রন্থ প্রকাশ করবে, নব্বই দশক সিলেট জেলা ছাত্রলীগ, ইউ.কে

একিউ চৌধুরী মুরাদ ।। নব্বই দশক সিলেট জেলা ছাত্রলীগ, ইউ.কের সম্পাদনায়  ”গৌরবের ছাত্রলীগ-সিলেট” নামে গ্রন্থ প্রকাশ করবে।

বৈশ্বিক মহামারীতে লক ডাউনে থাকা নব্বই দশক সিলেট জেলা ছাত্রলীগ, ইউ.কের নেতৃবৃন্দের  বিগত বেশ কয়েকটি ভার্চ্যুয়াল সভায় এ গ্রন্থ প্রকাশ নিয়ে দীর্ঘ আলোচনা পর্যালোচনার মাধ্যমে ”গৌরবের ছাত্রলীগ-সিলেট” নামে গ্রন্থ প্রকাশ করার এ উদ্যোগ গ্রহণ করা হয়।

”গৌরবের ছাত্রলীগ-সিলেট” গ্রন্থের লেখা নব্বই দশক সিলেট জেলা ছাত্রলীগ, ইউ.কের নেতৃবৃন্দের  সকলের মাধ্যমে  সংগ্রহ ও মৌলিক লেখা বাছাই করে , মান সম্মত লেখাগুলো নিয়ে গ্রন্থটি প্রকাশিত হবে। গ্রন্থটিতে  ছাত্রলীগের ইতিহাস সংশ্লিষ্ট লেখাগুলো প্রকাশনায় অগ্রাধিকার থাকবে।

সভাগুলোতে অংশ নেন, শাহ মুয়ীজুর রহমান শামীম, আতিকুর রহমান চৌধুরী, মোহাম্মদ আশরাফুল ইসলাম, মকসুদ রহমান,মল্লিক মোসাদ্দিক, আব্দুল  ওদুদ, মুহিব চৌধুরী,আতিকুর রহমান, আব্দুল কাদির চৌধুরী মুরাদ, নজরুল হক, আনোয়ারুল ইসলাম ও আরো অনেকে।

এদিকে নব্বই দশক সিলেট জেলা ছাত্রলীগ, ইউ.কের সভাপতি শাহ মুইজুর রহমান শামীম ও সাধারণ

সম্পাদক  মোহাম্মদ আশরাফুল ইসলাম সিলেট জেলা ছাত্রলীগের ঐতিহাসিক গৌরবজ্জল কর্মতৎপরতা গ্রন্থভুক্ত করতে, সম্মিলিত প্রচেষ্টায় ইউ.কে থেকে প্রথম প্রকাশিতব্য এ গ্রন্থটি প্রকাশে সংশ্লিষ্ট সকলকে  পাশে  থেকে, সার্বিক সহযোগিতার মাধ্যমে  ”গৌরবের ছাত্রলীগ-সিলেট” নামের গ্রন্থটির  প্রকাশনা  সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x