যুক্তরাজ্যে বঙ্গবন্ধু সৈনিকলীগের কমিটি ঘোষণা

আব্দুল কাদির চৌধুরী মুরাদ ।। যুক্তরাজ্যে নব প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু সৈনিকলীগের কার্য্যকরী কমিটি ঘোষণা উপলক্ষ্যে এক  সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পূর্বলন্ডনের ইলফোর্ডের একটি রেস্টুরেন্টে  মাহবুব হোসেন সেলিমের সভাপতিত্বে ও  আবু জাফর মোহাম্মদ সাঈদের পরিচালনায়  অনুষ্ঠিত সভায়, বাংলাদেশ বঙ্গবন্ধু  সৈনিকলীগ কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে  মাহবুব হোসেন সেলিমকে সভাপতি, আবু জাফর মোহাম্মদ সাঈদ সাধারন সম্পাদক এবং সৈয়দ হাবীবুল্লাহ শের এ জামানকে সাংগঠনিক সম্পাদক করে ৫৫ সদস্য বিশিষ্ট যুক্তরাজ্য  কমিটি ঘোষনা করা হয়।

সভায় প্রবাসে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভীষণ ২০৪১ বাস্তবায়নের প্রত্যয় নিয়ে বক্তব্য রাখেন, আক্তার হোসেন বাচ্ছু, শেখ নাহিদুল ইসলাম, মামুনুর রশিদ,আব্দুর রাজ্জাক, হেলাল চৌধুরী, ফেরদৌস আরা পাখি,খোকন ফকির, ইকবাল আহমেদ, আরফান ছৈয়াল, টিটু খান, শাহ আলম, পল্টু সর্দার, সাইফুল হাসান জুয়েল  ও আরো অনেকে।

Leave a Reply

More News from কমিউনিটি

More News

Developed by: TechLoge

x