ওয়ানডে দলে হঠাৎ মুমিনুল
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের দলে নতুন মুখ সাইফ উদ্দিন। আছেন নাসির হোসেনও। এবার সেই তালিকায় যুক্ত হলেন মুমিনুল হকও। বৃহস্পতিবার রাতে এক ই-মেইল বার্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুমিনুল হকের দলে অন্তর্ভূক্তির বিষয়টি জানায়।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি সবশেষ ওয়ানডে খেলেছিলেন মুমিনুল। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে মাত্র ১ রান করেছিলেন। এরপর ২ বছর ৭ মাস ওয়ানডে দলের বাইরে ছিলেন তিনি। অবশেষে আবারো দলে জায়গা পেলেন। এখন নিজেকে প্রমাণ করার সময় এসেছে তার। ২০১২ সালে খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় মুমিনুলের। এরপর ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ২৬টি ওয়ানডে ম্যাচ খেলেন। রান করেন ৫৪৩টি। কোনো সেঞ্চুরির দেখা না পেলেও ৩টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। ওয়ানডেতে তার ক্যারিয়ার সেরা ইনিংস ৬০ রানের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭৭ রান করেন মুমিনুল। এরপর বল হাতে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ২৭ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অবশ্য দুর্ভাগ্যজনকভাবে এলবিডব্লিউ হয়েছেন। মরনে মরকেলেন যে বলে তিনি আউট হয়েছিলেন সেটি স্ট্যাম্প মিস করেছিল। মূলত দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনেও ব্যাট হাতে ৭৭ রান করায় ওয়ানডে দলেও জায়গা পান কক্সবাজারের এই তারকা।
১৬ সদস্যের বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মুমিনুল হক সৌরভ, রুবেল হোসেন ও সাইফ উদ্দিন।