টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতেছে বাংলাদেশ।শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান।মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী দুই দলের জন্য।প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ জিতলেও দ্বিতীয় ম্যাচ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।আগের ম্যাচে বাংলাদেশ টসে হেরে ব্যাটিং করেছিলো শুরুতে।কিন্তু দ্বিতীয় ইনিংসে শিশির প্রভাব বিস্তার করতে পারে এমন ভাবনায় আজ টসে জিতে শুরুতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।ওয়েস্ট ইন্ডিজ দলে একটি পরিবর্তন এসেছে।ড্যারেন ব্রাভোর জায়গায় ঢুকেছেন শেরফান রাদারফোর্ড।এরফলে টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে রাদারফোর্ডের।

অপর দিকে অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল,লিটন দাস,সৌম্য সরকার,সাকিব আল হাসান,মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ,আরিফুল হক,মোহাম্মদ সাইফউদ্দিন,মেহেদী হাসান,আবু হায়দার ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: এভিন লুইস,শাই হোপ,নিকোলাস,পুরান,শিমরন হেটমায়ার, শেরফান রাদারফোর্ড, কার্লোস ব্র্যাথওয়েট,রোভম্যান পাওয়েল,ফাবিয়ান অ্যালেন,কিমো পল,শেলডন কট্রেল ও ওশানে থমাস।

Leave a Reply

Developed by: TechLoge

x